
Cloud Laptop দেশের বাজারে নিয়ে আসা হতে পারে 15,000 টাকারও কম দামে। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, “Jio ক্লাউডের সমস্ত স্টোরেজ এবং প্রক্রিয়াকরণ সহযোগে ল্যাপটপটি একটি ডাম্ব টার্মিনাল হিসেবে কাজ করবে, যা ব্যবহারকারীদের আরও দ্রুততার সঙ্গে সমস্ত Jio সার্ভিস অ্যাক্সেসযোগ্য করে তুলবে।”
Jio-র ওই কর্মকর্তা দাবি করেছেন, “আপনার কাছে এমনই একটি ডাম্ব টার্মিনাল থাকছে যেটিকে আপনি নর্মাল ল্যাপটপ হিসেবে কাজে লাগাতে পারে। আপনার সমস্ত মেমোরি, প্রসেসিং ইত্যাদির জন্য আপনাকে আলাদা করে যে খরচ বহন করতে হয়, এই ল্যাপটপ থুড়ি ক্লাউডে আপনি তার সবকিছুই সংরক্ষণ করতে পারবেন। পার্সোনালাইজ়ড পরিষেবা সহযোগে একাধিক ব্যক্তি এই ল্যাপটপটিকে ব্যবহার করতে পারবেন।”
1) এই মুহূর্তে একটা Cloud Laptop ক্রয় করতে 50,000 টাক খরচ করতে হয়। সেই জায়গায় আপনি Reliance Jio PC পেয়ে যাচ্ছেন 15,000 টাকারও কম খরচে।
2) দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম অপারেটর এই ল্যাপটপ তৈরির জন্য Acer, HP, Lenovo-র মতো বিশ্বের জনপ্রিয় ল্যাপটপ নির্মাতাদের সঙ্গে কথা বলছে। Jio-র কর্মকর্তা জানিয়েছেন, মাসখানেকের মধ্যেই ল্যাপটপটি দেশের বাজারে চলে আসবে।
3) ক্লাউড পিসির জন্য এর মধ্যেই HP Chromebook-এর উপর ইতিমধ্যেই ট্রায়াল চালানো হয়েছে। সেটি Jio-র দ্বিতীয় ল্যাপটপ হতে চলেছে। প্রসঙ্গত, চলতি বছরের জুলাই মাসে মুম্বইয়ের টেলিকম সংস্থাটি JioBook ল্যাপটপ লঞ্চ করেছিল, যার দাম 16,499 টাকা।
4) JioBook ল্যাপটপ যেখানে JioOS অপারেটিং সিস্টেম দ্বারা চালিত, সেখানে নতুন ডিভাইসটি Windows অপারেটিং সিস্টেমের সাহায্যে চালিত হবে বলে খবর।
5) টেলিকম জায়ান্টটি এই পার্সোনাল ক্লাউড কম্পিউটারের উপরে মাসিক সাবস্ক্রিপশনও চালু করবে বলে খবর। সেই সাবস্ক্রিপশনের অফার হিসেবে একাধিক ফিচার্স দেওয়া হবে। যাঁরা আরও স্পেশ্যালাইজ়ড ও অতিরিক্ত ফিচার্স চাইবেন, তাঁদের এই ল্যাপটপ ক্রয় করতে হবে একটু বেশি খরচ করে।
আরও পড়ুন
Motorola Envision X 55 ইঞ্চি স্মার্টটিভি মাত্র 5,333 টাকায়
Redmi K70 শীঘ্রই লঞ্চ হতে পারে, দেখে নিন স্পেশিফিকেশন