
অনলাইন শপিং সাইট Amazon-এ শুরু হয়ে গেল বছরের সবচেয়ে বড় সেল গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। আজ অর্থাৎ 7 অক্টোবর থেকে অ্যামাজন প্রাইম মেম্বারসরা এই সেলের আর্লী অ্যাক্সেস পেয়ে গেছেন।
অন্যদিকে 8 অক্টোবর অর্থাৎ আগামীকাল থেকে Amazon Sale সমস্ত লোকেরদের জন্য শুরু হবে। বলে দি যে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2023 সেল চলাকালীন SBI ব্যাঙ্কের গ্রাহকরা কেনাকাটায় 10% পর্যন্ত ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।অ্যামাজন সেল চলাকালীন গ্রাহকরা লেটেস্ট স্মার্টফোনে 75% পর্যন্ত ছাড় পেতে পারেন। এছাড়াও আপনি মাত্র 39 টাকায় স্মার্টফোন অ্যাক্সেসারিজগুলি কিনতে পারবেন।
Amazon
iPhone 13
- iPhone 13-এর বর্তমান দাম প্রায় 69900 টাকা।
- iPhone 13 ফোনটি অ্যামাজন সেলে মাত্র 39999 টাকায় আপনার হতে পারে।
- iPhone 13 অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল চলাকালীন 45999 টাকার পরিবর্তে মাত্র 39999 টাকায় বিক্রি করা হচ্ছে। আসলে, ফোনে SBI কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে 2500 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, আপনি আপনার পুরানো ফোন দিয়ে প্রায় 3500 টাকা সেভিং করতে পারেন।
OnePlus 11R 5G
- OnePlus 11R 5G-এর আসল দাম প্রায় 44,999 টাকা।
- OnePlus 11R 5G ফোনটি অ্যামাজন ডিলের পর মাত্র 34999 টাকা কেনা যাবে।
- আপনি যদি OnePlus 11R 5G স্মার্টফোনটি কিনতে চান, তবে মাত্র 34,999 টাকায় এই ফোন আপনার হতে পারবে। এই ফোনে 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং 3000 টাকার ডিসকাউন্ট কুপন অফার করা হচ্ছে।
Honor 90
- Honor 90 এর আসল দাম প্রায় 37999 টাকা।
- Honor 90 ফোনটি ডিল অফারে 26999 টাকায় বিক্রি করা হচ্ছে।
- অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে Honor 90 ফোনটি মাত্র 29,999 টাকায় কেনা যাবে। এই দামে 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেল কেনা যাবে। ফোনের উপর ব্যাঙ্ক অফারও পাওয়া যাবে।
iQOO Z7 Pro
- iQOO Z7 Pro 5G স্মার্টফোনের আসল দাম প্রায় 26999 টাকা।
- গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে ফোনটি ডিল প্রাইসে মাত্র 21499 টাকায় বিক্রি করা হচ্ছে।
- এসবিআই গ্রাহকরা Amazon Sale-এ এই ফোনটি মাত্র 21499 টাকায় কিনতে পারবেন। এই ফোনের আসল দাম 26,999 টাকা। এতে SBI ব্যাঙ্ক কার্ডধারীদের 2000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, ফোনে 500 টাকার কুপন ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে।
Redmi 12 5G
- Redmi 12 5G এর আসল দাম প্রায় 15999 টাকা।
- আপনি Amazon সেলে Redmi 12 5G ফোন মাত্র 10349 টাকায় কিনতে পারবেন।
- আপনি যদি Redmi 12 5G কিনতে চান, তবে এটি সবচেয়ে সস্তা 5G স্মার্টফোনটি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে মাত্র 11499 টাকায় কেনা যাবে। SBI কার্ড গ্রাহকরা 1149 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
Oppo A18 লঞ্চ হয়ে গেল ১০,০০০ টাকার কমে অভাবনীয় ফিচার্স
Vivo V29 এবং Vivo V29 Pro লঞ্চ হয়ে গেল,দেখে নিন মারকাটারি ফিচার