
Asus Vivobook 15 Core i5-এর উপর Flipkart-এ প্রচুর টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ল্যাপটপের আসল দাম হল 69,990 টাকা এবং আপনি 37% ডিসকাউন্টের পরে এটি 43,990 টাকায় অর্ডার করতে পারবেন। অর্থাৎ আপনি এই ল্যাপটপটি 26 হাজার টাকা কম দামে কিনতে পারবেন।
এখানেই শেষ নয়, এক্সচেঞ্জ অফারও রয়েছে এই ল্যাপটপে। আপনি যদি আপনার পুরনো ল্যাপটপ Flipkart-এ দেন, তাহলে আপনি বিনিময়ে 20,000 টাকা ছাড় পাবেন। কিন্তু এই ছাড় পেতে হলে আপনার পুরনো ল্যাপটপের অবস্থার উপর নির্ভর করবে। কোম্পানির পক্ষ থেকে এর 1 বছরের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। এর স্পেসিফিকেশন ও ফিচার দেখে নিন।
ASUS Vivobook 15 Core i5 ল্যাপটপে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। ল্যাপটপটিতে একটি 15.6 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এবং এতে একটি অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে রয়েছে। এতে ফিঙ্গার প্রিন্ট সেন্সরও দেওয়া হচ্ছে। এর ওজনও অনেক কম। ফলে যে কোনও জায়গায় খুব সহজেই নিয়ে যেতে পারবেন।
উৎসবের মরসুমের সঙ্গে সঙ্গে অনলাইন ই-কমার্স সাইটগুলির সেল শেষ হয়ে গেলেও, এখনও কিছু কিছু জিনিসে অফার দেওয়া হচ্ছে। অনলাইনে সারা বছরই কোনও না কোনও জিনিসে সেল দেওয়া হয়, একথা বললে ভুল কিছু বলা হবে না। যদিও উৎসব এলে সেই ছাড়ের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। তারউপর সবসময়ই ল্যাপটপ কেনার চাহিদা থাকে।
One Plus 12 লঞ্চ হবে খুব দ্রুত, দেখে নিন স্পেসিফিকেশন
Vivo Watch 3 ই-সিম সাপোর্ট সহ লঞ্চ হল, দেখে নিন ফিচার