পুজোর আগে ঝড় তুলে দিয়ে বাজারে এল Hyundai Exter

Hyundai Exter image

আপনিও যদি Hyundai Exter বুকিং করে থাকেন তাহলে আপনার জন্য রইল সুখবর। বর্তমানে গাড়ি বাজারে এখন সবার নজর শুধু SUV-এর উপর। সে কম্প্যাক্ট হোক অথবা মিড-সাইজ SUV, এই ধরনের গাড়ি পাওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করতেও প্রস্তুত গ্রাহকদের একাংশ।

সেফটি হিসাবে পাবেন 6টি এয়ারব্যাগ, রিয়ার সিট বেল্ট, ফ্রন্ট ইমপ্যাক্ট বিমস, টায়ার প্রেশার মনিটর সিস্টেম, স্পিড সেন্সিং, ইঞ্জিন চেক ওয়ার্নিং, চাইল্ড সেফটি লক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এ ছাড়া মনোরঞ্জন এবং ভারতের বাজারে নিজের ছাপ ফেলা শুরু করেছে Hyundai Exter। ইতিমধ্যে 75,000 বুকিং পেয়ে গিয়েছে গাড়িটি। দেশের বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন এই চার চাকার জন্য।

সংস্থার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, গ্রাহকদের দ্রুত গাড়ি ডেলিভারি দিতে উত্পাদন ক্ষমতা 30 শতাংশ বাড়ানো হচ্ছে। অর্থাৎ এর আগে যে হারে গাড়ি উত্পাদন করা হচ্ছিল বা দিন শেষে যতগুলি ইউনিট ছাড়া হচ্ছিল তার সংখ্যা বাড়তে চলেছে আগামী দিনে।

Hyundai Exter কে Tata Punch-এর অন্যতম প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করা হচ্ছে। কারণ দুই গাড়িই কম্প্যাক্ট SUV বিভাগে পড়ে। পাশাপাশি গাড়িদুটির দামেও খুব বেশি হেরফের নেই। Hyundai Exter এবং Tata Punch দুই গাড়িরই দাম শুরু 5.99 লাখ টাকা থেকে ।

ইঞ্জিনের ক্ষেত্রে পাবেন 1.2 লিটার পেট্রল ইঞ্জিন সঙ্গে 5 স্পিড ম্যানুয়াল ও 5 স্পিড AMT গিয়ারবক্স। গাড়ির মূল আকর্ষণ যদি ভাবেন এটির ডিজাইন তাহলে জানিয়ে রাখি, চালক ও যাত্রীদের সুবিধার্থে গাড়িতে মজুত রয়েছে একাধিক ফিচার্স। বিনোদনের জন্য রয়েছে টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, ওয়্যারলেস চার্জিং ইত্যাদি।


আরও পড়ুন

10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল

ডিসেম্বর থেকে জার্মানি নয় এবার বাংলাতেই চলবে হাইড্রোজেন ট্রেন