ঘুম উড়িয়ে দিয়ে বাজারে এলো ইলেকট্রিক স্কুটার One E1 Astro Pro

One E1 Astro Pro image

ভারতের ইলেকট্রিক স্কুটারের বাজারে একটি নয়, একসঙ্গে দুটি প্রোডাক্ট এনেছে কোম্পানি, নাম – E1 Astro Pro এবং E1 Astro Pro 10।  Electric One নামক একটি কোম্পানি এদিন বাজারে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। স্কুটারের দাম শুরু হয়েছে 99,999 টাকা থেকে।কোম্পানির দাবি অনুসারে, এক চার্জেই 200 কিলোমিটার রেঞ্জ দিতে পারে এই দুই স্কুটার। সঙ্গে রয়েছে বেশ কিছু হাই-টেক ফিচার্স। যা স্কুটি চালানোর সময় রাইডারদের কাজে আসবে বলে মত কোম্পানির।

E1 Astro Pro স্কুটারের দাম 99,999 টাকা এবং E1 Astro Pro 10 স্কুটারের দাম 1,24,999 টাকা । কালার অপশন রাখা হয়েছে একাধিক, যেমন – রেড বেরি, ব্লেজ অরেঞ্জ, এলিগেন্ট হোয়াইট, মেটালিক গ্রে এবং রেসিং গ্রিন।গুজরাত, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম সহ ভারতের 20 টি রাজ্যে এই কোম্পানির শোরুম রয়েছে। সেখান থেকে এই স্কুটার বুক করা যাবে। দেশের বাইরে শ্রীলংকা এবং নেপালেও শোরুম খোলার পরিকল্পনা নিয়েছে এই কোম্পানি।

দুই ইলেকট্রিক স্কুটারে রয়েছে 72V লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক, 2400W ক্ষমতা সম্পন্ন মোটর। কোম্পানির তথ্য অনুসারে, E1 Astro Pro-এর ফুল চার্জে রেঞ্জ 100 কিলোমিটার এবং E1 Astro Pro 10-এর রেঞ্জ ফুল চার্জে 120 কিমি এবং অ্যাডভান্স S ব্যাটারি থাকলে 200 কিলোমিটার।

স্কুটারের ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় 3 থেকে 4 ঘণ্টা। স্কুটির সর্বোচ্চ গতি 65 কিমি প্রতি ঘণ্টা। 0 থেকে 40 কিমিপ্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে স্কুটির সময় লাগে 2.99 সেকেন্ড। রাস্ট ফ্রি কার্বন কোটিং ফ্রেম দিয়ে তৈরি স্কুটারে মিলবে ডিজিটাল ডিসপ্লে।


আরও পড়ুন

জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন,পিছু হটলেন মোদী 

পুজোর আগে বাজার কাঁপাতে হাজির নতুন Bajaj Pulsar N150