পুজোর আগে Flip kart Big Billion Days এ দেদার ছাড়  স্মার্টফোন,ল্যাপটপে

Flip kart Big Billion Days pic

Flip kart Big Billion Days প্রতিবছরের মতো এ বছর ঠিক পুজোর আগে আয়োজন করতে চলেছে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট। নতুন স্মার্টফোন, ইয়ারফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদি একাধিক পণ্যের উপর ছাড়ের ঘোষণা করা হয়েছে।বিভিন্ন স্মার্টফোনের জন্য আলাদা আলাদা ডিল প্রকাশ করবে ফ্লিপকার্ট।

গতবছর, অ্যাপেল ম্যাকবুক এয়ার, রিয়েলমি বুক স্লিম সহ একাধিক ল্যাপটপে ভালো প্রাইস কাট দেখা গিয়েছিল। এ বছর আবার Asus TUF, Rog Series, Acer ইত্যাদি সংস্থার বেশ কিছু নতুন ল্যাপটপ লঞ্চ হতে চলেছে ফ্লিপকার্টে।স্মার্টফোন, ল্যাপটপ ও টিভির সঙ্গে BoAt, Boult, FitBit, Fireboltt ইত্যাদি একাধিক স্মার্টওয়াচে 55 শতাংশ পর্যন্ত ছাড় থাকবে বলে জানা যাচ্ছে।

 যেমন আইফোনের উপর কী অফার থাকবে তা জানা যাবে ১ অক্টোবর। মটোরোলা, ভিভো স্মার্টফোনের ডিল প্রকাশ হবে ২৮ ও ২৯ সেপ্টেম্বর। আবার Samsung স্মার্টফোনে কত টাকা ক্যাশব্যাক তা জানা যাবে ৩ অক্টোবর।সূত্রের খবর, ৩ অথবা ৯ অক্টোবর থেকে শুরু হতে পারে Flipkart Big Billion Days সেল।  

যেদিন থেকেই শুরু হোক না কেন স্মার্টফোন, স্মার্ট টিভির উপর বড় ছাড় পাওয়া যাবে তা নিশ্চিত। স্মার্টওয়াচ, ইয়ারফোন, ইয়ারবাডের উপরও থাকবে নির্দিষ্ট অফার।  ফ্লিপকার্ট সেলে প্রতিবছর নানা অফারের সম্ভার থাকে। তবে এ বছর বিশেষ নজর থাকবে আইফোনের উপর।

১৫ই সেপ্টেম্বর ভারতে শুরু হয়েছে আইফোন ১৫ সিরিজের প্রি-বুকিং। গতকাল থেকে অফলাইন ও অনলাইন স্টোরগুলিতে পাওয়া যাচ্ছে এই স্মার্টফোন।অ্যাপেলের অফিশিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে আইফোন ১৫-এর উপর ৬,০০০ টাকা ছাড় দেওয়ার কথা জানিয়েছে HDFC ব্যাঙ্ক। আশা করা হচ্ছে ফ্লিপকার্টেও আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্রো মডেলগুলিতে ক্যাশব্যাক, ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার রাখা হবে। 


আরও পড়ুন

বিরাট ছাড় দিয়ে মার্কেটে বিক্রি শুরু হয়ে গেল iPhone 15 সিরিজের 

শারদ উৎসবের আগে দুর্দান্ত অফার নিয়ে এলো Oppo,১ টাকায় পাবেন স্মার্টফোন