Google Pixel 7 Pro দিওয়ালির আগেই একদম জলের দরে 

Google Pixel 7 Pro pic

Google Pixel 7 Pro Flip kart-এ এখনও পর্যন্ত Big Diwali Sale চলছে। সেলটি 11 নভেম্বর পর্যন্ত চলবে।আর মাত্র কয়েকটা দিন। তারপরেই দীপাবলি। তাই বেশ কয়েক দিন আগে থেকেই বিভিন্ন ই-কমার্স সাইটে সেল শুরু হয়েছে। Flip kart থেকে শুরু করে Amazon, সবেতেই অনেক কম দামে সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে।

Google Pixel 7 Pro ই-কমার্স সাইট Flip kart-এ 74,999 টাকায় সরাসরি 14,000 টাকার ডিসকাউন্টে তালিকাভুক্ত হয়েছে। আপনি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনলে 500 টাকার ক্যাশব্যাক অফার পেয়ে যাবেন। এক্সচেঞ্জ অফারে আপনি এতে 37,100 টাকা ছাড়ও পাবেন। 

Pixel 7 Pro একটি 6.7 ইঞ্চি ডিসপ্লে সহ একটি ট্রিপল ক্যামেরা রয়েছে। Pixel 7 Pro একটি আপগ্রেড টেলিফটো ক্যামেরা রয়েছে। Pixel 7 এবং Pixel 7 Pro এর ফ্রন্ট ক্যামেরা ফেস আনলক ফিচার রয়েছে। এই দুটি ফোনেই ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে।

এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপের প্রথম ক্যামেরা 50 MP, দ্বিতীয় ক্যামেরা 12 MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং তৃতীয় ক্যামেরা 48 MP টেলিফটো সেন্সর সহ। সেলফি এবং ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনটিতে 10.8 MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এছাড়া ভিডিয়োর জন্য ফোনে সিনেমাটিক ব্লার ভিডিয়ো ফিচার দেওয়া হয়েছে। Pixel 7 Pro-এর একটি 5,000 mAh ব্যাটারি রয়েছে।


আরও পড়ুন

Promate XWatch B2 এবার অনেক সস্তায়, জেনে নিন

Honor 90 ফোন অনেক কম দামে, জেনে নিন বিস্তারিত