
আইটেম অ্যামাজন স্মার্ট টিভি অফার:
আপনি ৬০ শতাংশ পর্যন্ত ছাড়ে স্মার্ট টিভি কিনতে পারবেন। ৩২ ইঞ্চি রেডমি এফ সিরিজের স্মার্ট এলইডি ফায়ার টিভি ২৪,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৯,৯৯৯ টাকায় কিনতে পারবেন। ৫৫ ইঞ্চি সনি ব্রাভিয়া 4K ULTRA HD SMART LED GOOGLE টিভি অরিজিনাল দাম ৯৯,৯০০ টাকা হলেও কিনতে পারবেন ৫২,৯৯০ টাকায়।
আইটেম অ্যামাজন স্মার্টফোন অফার:
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা থাকলে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে অ্যামাজন। রেডমি 12C কিনলে পাবেন ৫০ শতাংশ ডিসকাউন্ট। 4GB RAM ও 64GB স্টোরেজ, 5000 MH ব্যাটারি, ৬.৭১ ইঞ্চি এইচডি ডিসপ্লের মতো ফিচার পাবেন এই স্মার্টফোনটিতে। 50MP রিয়ার ক্যামেরার ফোনটি ১৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
আইটেম অ্যামাজন ইয়ারবাডস অফার:
অ্যামাজন থেকে ইয়ারবড কিনলে ৮১ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। আপনি pTron Bassbuds Duo ইয়ারবাড কিনলে ৮১% ডিসকাউন্ট পেতে পারেন। এই ইয়ারবডগুলির দাম ২,৫৯৯ টাকা, তবে আপনি এগুলি মাত্র ৪৯৯ টাকায় কিনতে পারেন। এতে রয়েছে ৩২ ঘণ্টার মোট প্লেটাইম, ব্লুটুথ, ওয়্যারলেস কানেক্টিভিটি, টিডব্লিউএস, টাইপ সি ফাস্ট চার্জিংয়ের মতো ফিচার।
আরও পড়ুন
POCO M6 Pro 5g ফোন এবার আরও কম দামে, জেনে নিন
Honor Watch 4 pro চালু হয়ে গেল LTPO ডিসপ্লেসহ