
এ বছরই নতুন স্পোর্টস বাইক Hero Karizma XMR লঞ্চ করেছে সংস্থা। ভারতে এই বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হয়েছে বলিউড অভিনেতা হৃত্বিক রোশনকে। গত মাসে অনুষ্ঠিত একটি ইভেন্টে তার হাত থেকেই বাইকের পর্দাফাঁস হয়।
সেই বাইকের এবার নতুন মূল্য ঠিক করে ফেলল হিরো। যে দামে লঞ্চ করা হয়েছিল তা আর থাকবে না। 1 অক্টোবর থেকে নতুন দামে কিনতে হবে এই মোটরবাইক।
সংস্থার ফ্ল্যাগশিপ মোটরসাইকেল ক্যারিশমা XMR। গত মাসেই বাইকটি লঞ্চ করে হিরো মটোকর্প, দাম রাখা হয়েছিল 1,72,900 টাকা (এক্স-শোরুম)। এই দাম 30 সেপ্টেম্বর পর্যন্ত বৈধ থাকবে বলে জানা যাচ্ছে। তারপর বাইকটি কেনার জন্য খরচ করতে হবে 1,79,900 টাকা
বাইকের 7,000 টাকা দাম বাড়াচ্ছে হিরো। 1 অক্টোবর থেকেই এই দাম লাগু হবে দেশের সমস্ত হিরো শোরুমে। ভারতীয় বাজারে যতগুলি স্পোর্টস বাইক এসেছে তার মধ্যে নিঃসন্দেহে একটি বড় নাম ক্যারিশমা, 2000 সালের গোড়ায় বাইকটি দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।
আইকনিক সেই বাইক ফের একবার নতুন রূপে একাধিক স্টাইল সেগমেন্টের সঙ্গে লঞ্চ করেছে সংস্থা। যোগ হয়েছে স্লিক হেডল্যাম্প, অ্যাডজাস্টেবেল উইন্ডস্ক্রিন, মাসকুলার ফুয়েল ট্যাংক, স্প্লিট স্টাইল গ্র্যাব রেল ইত্যাদি। এই বাইকের তিনটি কালার অপশন রেখেছে হিরো – ইয়েলো, ব্ল্যাক এবং রেড।
আরও পড়ুন
জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন,পিছু হটলেন মোদী
10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল