পুজোয় নতুন ভাবে হাজির Honda Activa 6G লিমিটেড এডিশন

Honda Activa 6G image

দেশের বাজারে Honda Activa 6G বেশ মজবুত এবং ভালো মাইলেজ সম্পন্ন স্কুটার হিসাবে পরিচিত। তাছাড়া এটির মেইনটেনেন্স খরচও বেশ কম। স্কুটারের যে লিমিটেড এডিশন লঞ্চ করা হয়েছে তাতে মূলত গ্রাফিক্স পরিবর্তন করা হয়েছে। দু চাকার ডিজাইনে বিশেষ মনোযোগ দিয়েছে হন্ডা।

ভারতীয়দের কাছে স্কুটার বরাবরই এক প্রিয় দু চাকা। অফিস যাওয়া হোক কিংবা ঝটিকা সফর সবেতেই পারদর্শী স্কুটার। কেউ কেউ তো লং ড্রাইভেও নিয়ে যান স্কুটার। আর এই ক্ষেত্রে যে দু চাকার নাম না বললেই নয় তা হল Honda Activa 6G । 

হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া তাদের বেস্ট সেলিং স্কুটার Activa 6G-এর লিমিটেড এডিশন লঞ্চ করেছে। যা দুটি ভেরিয়েন্টে উপলব্ধ – Deluxe এবং H-Smart, স্কুটারের দাম 80,734 টাকা এবং 82,734 টাকা । এই স্কুটার হন্ডা রেড উইং ডিলারশিপ থেকে কিনতে পারবেন গ্রাহকেরা।

স্কুটারের ডিজাইনে বেশি বদল করেছে কোম্পানি। বিশেষ করে স্কুটির ফ্রন্ট ডিজাইন পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি সাইড প্যানেলও পরিবর্তন করা হয়েছে। স্কুটারের দুই দিকেই পাবেন 3D Activa লোগো। থাকছে বডি কালার গ্র্যাব রেল, ব্ল্যাক অ্যালয় হুইল।

এই স্কুটারে যে দুটি কালার অপশন পাবেন তা হল – ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু। ডিজাইন বাদে স্কুটারের অন্যান্য ফিচার্স বা ইঞ্জিনের ক্ষেত্রে তেমন কিছু পরিবর্তন করেনি হন্ডা। মিলবে একই ইঞ্জিন এবং পারফরম্যান্স।

স্কুটারের ইঞ্জিন ও ফিচার্স : 109 সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যা সর্বোচ্চ 7.73 হর্সপাওয়ার এবং 8.90 এনএম টর্ক তৈরি করে। সঙ্গে CVT ট্রান্সমিশন সিস্টেম। স্কুটিতে রয়েছে 12 ইঞ্চি, 10 ইঞ্চি অ্যালয় হুইল। সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন।


আরও পড়ুন

ঘুম উড়িয়ে দিয়ে বাজারে এলো ইলেকট্রিক স্কুটার One E1 Astro Pro

জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন,পিছু হটলেন মোদী