Best Deal এ ফোন-ঘড়ি-ল্যাপটপে কত ডিসকাউন্ট মিলবে? জেনে নিন জলদি

Best Deal jpg

Best Deal এ প্রাইম মেম্বারদের জন্য অ্যামাজনে শুরু হয়ে গিয়েছে ‘গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল’। ফোন, ঘড়ি, ল্যাপটপ সব মিলবে সস্তায়। ইলেকট্রিক পণ্যে তো বটেই, নন- ইলেকট্রনিক পণ্যেও থাকছে আকর্ষণীয় ডিল এবং দুর্দান্ত অফার।গ্রাহকরা কেনাকাটার উপর ব্যাঙ্ক অফার এবং বিনিময় সুবিধাও পাবেন। সেরা ডিলগুলোর তালিকা এখানে দেওয়া হল।

Best Deal এ কম দামে টিভি কিনতে চাইলেও এটাই সুযোগ। Sony, Samsung, LG, Redmi, Hisense, Acer, TCL এবং Vu-এর মতো কোম্পানির মডেলে বড় ছাড় পাওয়া যাচ্ছে। গ্রাহকদের নো-কস্ট ইএমআই এবং বাই নাও পে লেটার বিকল্পও দেওয়া হচ্ছে।

অ্যাকসেসরিজের কথা বললে, Redmi Buds 4 Active গ্রাহকরা পাবেন ৮৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে। পাওয়ার ব্যাঙ্ক এবং চার্জারের মতো অন্যান্য মোবাইল অ্যাকসেসারিজও কম দামে পাওয়া যাবে। নয়েজ, বোট এবং ফায়ারবোল্টের মতো ব্র্যান্ডের স্মার্টওয়াচ পাওয়া যাবে মাত্র ১,৪৯৯ টাকায়। একইভাবে সেলে অ্যাপল ওয়াচও ডিসকাউন্ট দিয়ে ১৯,৯৯০ টাকায় মিলবে।

এবার আসা যাক ল্যাপটপে। MacBook Air M1 পাওয়া যাচ্ছে ৬২,৯৯০ টাকারও কমে। চাইলে ১২ মাসের নো-কস্ট ইএমআই-এর সুবিধা মিলবে। Asus Vivobook 15 Intel i7, Dell 14 Intel Core i5 এবং HP Victus RTX 3050-এর মতো ল্যাপটপেও ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।


আরও পড়ুন

One Plus 11R Solar Red বাজারে আসতেই বিক্রি হয়ে গেল এক নিমিষে

Amazon এ প্রাইম মেম্বরদের জন্য শুরু ধামাকা সেল,জানুন কোন ফোনে মিলছে অফার