ডিসেম্বর থেকে জার্মানি নয় এবার বাংলাতেই চলবে হাইড্রোজেন ট্রেন

হাইড্রোজেন ট্রেন ইমেজ

দেশের অন্তত আটটি হেরিটেজ রুটে হাইড্রোজেন ট্রেন চালানোর পরিকল্পনা। নাম দেওয়া হয়েছে হাইড্রোজেন ফর হেরিটেজ। এটা হল পোশাকি নাম। তবে একে বন্দে মেট্রো বলেও ডাকা যেতে পারে। তবে আমাদের বাংলাতেও চলবে এই রেল। এবার এই হাইড্রোজেন রেলের ইতিহাসটা একবার জেনে নেওয়া যাক। 

বিদেশে অন্তত দুটি দেশে এই ধরনের ট্রেন চলে। জার্মানিতে ও চিনে এই ধরনের ট্রেন চলে। ভারতে দেশিয় প্রযুক্তি ব্যবহার করে ৫০ কোটি টাকা ব্যয়ে একটা ট্রেন তৈরি করা যাবে। এই বছরের শেষের দিকে এই প্রকল্পকে বাস্তবায়িত করার চেষ্টা করা হচ্ছে।বিদ্যুৎ, ডিজেল কিছু লাগবে না। হাইড্রোজেনের শক্তিতে চলবে রেল। এতে খরচ অনেকটাই কম। তবে প্রাথমিকভাবে দেশের হেরিটেজ রুটগুলিতে এই ট্রেন চলবে। 

পরবর্তীসময়ে এই ট্রেনের রুটকে সম্প্রসারণ করা হবে। একেবারে দেশীয় প্রযুক্তিতে এই ট্রেন তৈরি হচ্ছে। তবে এই ট্রেনের গতি কোনও অংশে কম নয়। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি গতিবেগে এই ট্রেন চলবে। সাড়ে চার লিটার ডিজেলের সমান হবে এক কিলো হাইড্রোজেন। খরচও অনেকটাই কম।

সূত্রের খবর বাংলার ক্ষেত্রে কেবলমাত্র দার্জিিলিংয়ে এই ট্রেন চালানো হবে। অন্যদিকে, কালকা-শিমলা, মাধেরান হিল, কাংড়াঘাট, মিলমোরা বাঘাই, বাহু পাতালপানি, নীলগিরি ফাউন্টেন, মারওয়াড় দেবগড় এই রুটে এই হাইড্রোজেন ট্রেন চলবে।এই ট্রেনগুলিতে একদিকে যেমন খরচ কম, তেমনি পরিবেশ বান্ধব। মানে ডিজেল ট্রেন থেকে যে দূষণের সম্ভাবনা থাকে সেটাও এখানে নেই। তবে এক হাজার কিমির মধ্য়ে এটা যাতায়াত করবে।


আরও পড়ুন

অক্টোবর মাস থেকে এই সমস্ত ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ,দেখে নিন একনজরে

নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো 10 মিনিটে ডেলিভারি হবে আইফোন 15