
দেশে এই চার চাকা যে সব গাড়িকে লড়াই দেবে ,Tata Altroz, Maruti Baleno এবং Toyota Glanza। মূলত টাটা অলট্রোজ গাড়ির সঙ্গে জমতে পারে এই লড়াই। কারণ এই সেগমেন্টে দুটি গাড়িরই পারফরম্যান্স বেশ ভালো।
পুজোর আগে আরও এক নতুন চার চাকা লঞ্চ করল হুন্ডাই। কিছুদিন আগেই i20 Facelift মডেল লঞ্চ করেছিল তারা। এদিন i20 N Line গাড়ির Facelift এডিশন হাজির করল সংস্থা। গ্রাহকদের চাহিদা অনুযায়ী হুন্ডাইয়ের এই চার চাকায় বেশ কিছু নতুন ফিচার্স যোগ করা হয়েছে।
গাড়ির সবথেকে বড় আপডেট স্পোর্টি লুকিং। যা আগের তুলনায় সামগ্রিক চেহারায় বদল ঘটিয়েছে। সঙ্গে যোগ হয়েছে ম্যানুয়াল গিয়ারবক্স । গাড়ির ফ্রন্ট বাম্পার, গ্রিল এবং LED হেডলাইটেও পরিবর্তন করেছে সংস্থা। বদলেছে অ্যালয় হুইলের ডিজাইনও।
গাড়ির কেবিনের কথা যদি বলা হয় তাহলে খুব বেশি আপডেট করা হয়নি। আগের মডেলের মতোই রয়েছে লাল রংয়ের অ্যামবিয়েন্ট লাইটিং, চামড়ার আসন এবং একই লেআউট। শুধু ফ্রন্ট USB-C পোর্ট যোগ হয়েছে চার চাকায়।অন্যান্য ফিচার্স যেমন 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস চার্জিং, পুশ বাটন স্টার্ট/স্টপ, ক্রুজ কন্ট্রোল এবং সেমি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে।
Hyundai i20 N Line Facelift এর দাম
ভারতীয় বাজারে এই ফেসলিফ্ট মডেল দুটি ট্রিমে বিক্রি করা হবে – N6 এবং N8। N6 গাড়ির ম্যানুয়াল ট্রান্সমিশনের দাম 9.99 লাখ টাকা ও DCT ট্রান্সমিশনের দাম 11.10 লাখ টাকা। আর N8 গাড়ির ম্যানুয়ালের দাম 11.22 লাখ টাকা এবং DCT গিয়ারবক্সের দাম 12.32 লাখ টাকা। সব মূল্য এক্স-শোরুম।
আরও পড়ুন
শারদ উৎসবের আগে দুর্দান্ত অফার নিয়ে এলো Oppo,১ টাকায় পাবেন স্মার্টফোন