Infinix Note 40 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে , দেখে নিন

Infinix Note 40 Pro pic

Infinix Note 40 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিকে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Infinix Note 40 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1080×2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট যোগ করা হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরের পীক ক্লক স্পীড 2.2GHz।
  • ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য:এই  ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে। 

আরও পড়ুন

OnePlus 12 লঞ্চ হবে 4 ডিসেম্বর, দেখে নিন স্পেশিফিকেশন 

OPPO Reno 11 Pro দুরন্ত ক্ষমতা নিয়ে বাজারে এল,জেনে নিন ফিচার