
Infinix Smart 8 নামের এই ফোনটি প্রথমে নাইজেরিয়াতে অর্থাৎ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে। এই ফোনের উল্লেখযোগ্য বিভিন্ন ফিচারের মধ্যে Extended RAM সহ এই ফোনে 8GB RAM, 5000mAh ব্যাটারি, ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ, আইফোনের ডায়নামিক আইসল্যান্ডের মতো ম্যাজিক রিং ডিসপ্লে ফিচার অন্যতম।
Infinix Smart 8 এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 6.6 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশরেট, 500 নিটস ব্রাইটনেস, 90% স্ক্রিন টু বডি রেশিও এবং অসাধারণ ম্যাজিক রিং ফিচার দেওয়া হয়েছে। এর সাহায্যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ডিসপ্লের নচের মধ্যে দেখা যায়।
প্রসেসর: এই ফোনে কোম্পানি Unisoc T606 প্রসেসর যোগ করেছে। এর মাধ্যমে এই এন্ট্রি লেভেল স্মার্টফোন সুন্দর পারফর্ম করতে সক্ষম।
স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে Extended RAM ফিচারের মাধ্যমে এতে 8GB RAM উপভোগ করা যায়। এছাড়া ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য এতে মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Smart 8 ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে সেকেন্ডারি AI লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য: এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক ফিচার, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
আরও পড়ুন
Lava Agni 2 নতুন ভারতীয় স্মার্টফোন আসতে চলেছে বাজারে
Samsung Galaxy S23 FE স্পেশাল এডিশন লঞ্চ হল