Infinix Smart 8 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, দেখে নিন

Infinix Smart 8 pic

Infinix Smart 8 লঞ্চের প্রস্ততি নিচ্ছে ভারতের বাজারে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা করা না হলেও, এই ফোনটি গুগল প্লে কনসোল লিস্টিঙে দেখা গেছে। জানিয়ে রাখি এর আগে এই ফোনটি গীকবেঞ্চ এবং এফসিসি সাইটেও দেখা গেছে।

Infinix Smart 8 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.5 বা 6.6 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে। এটি 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি এন্ট্রি লেভেল Unisoc T606 চিপসেট যোগ করতে পারে।
  • স্টোরেজ: ফোনটির বেস মডেলে 3GB RAM দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে virtual RAM ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • কানেক্টিভিটি: এতে ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার দেওয়া হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

Samsung Galaxy 5G ফোন দিওয়ালির আগেই বিরাট ছাড়ে

Redmi 13C লঞ্চের আগেই লিক হল ডিজাইন এবং স্পেসিফিকেশন