iPhone 13 মাত্র 8,499 টাকায়, দিওয়ালি সেলে ধামাকা অফার

iPhone 13 এক ধাক্কায় অনেকটাই সস্তা হয়ে যায় iPhone 15 সিরিজ় লঞ্চ হওয়ার পরেই । এক্কেবারে 10,000 টাকা কমানো হয় এই ফোনের দাম। 2021 সালে iPhone 13 যখন লঞ্চ করা হয়, তখন তার দাম ছিল 79,900 টাকা। এখন সেই ফোনের দাম 59,900 টাকা। তবে আপনি চাইলে এর থেকেও কম দামে ফোনটি ক্রয় করতে পারেন। Flipkart Big Diwali সেলে এই নির্দিষ্ট আইফোনের উপরেই থাকছে 43,500 টাকার ছাড়।

Flipkart সেলে iPhone 13-এর উপরে 7,901 টাকা ছাড় দেওয়ার পর ফোনের দাম হয়ে যাচ্ছে 51,999 টাকা। SBI ক্রেডিট কার্ড ব্যবহার করে এই ফোন যদি আপনি ক্রয় করেন, তাহলে আরও 1500 টাকার ছাড় পেয়ে যাবেন। তাতে করে এই ফোনের দাম হয়ে যাচ্ছে 50,449 টাকা। এখন আপনি যদি পুরনো ফোনটি বদলান, তাহলে পেয়ে যাবেন আরও 42,000 টাকার ছাড়। যদিও এক্সচেঞ্জ অফারের এই ছাড় নির্ভর করছে আপনি ফোনের পরিস্থিতির উপরে।

Apple iPhone 13এ রয়েছে 12MP ডুয়াল ক্যামেরা সেটআপ, যা 4K Dolby Vision HDR রেকর্ডিং সাপোর্ট করে। নাইট মোড সহযোগে একটি 12MP ট্রু ডেপথ ফ্রন্ট ক্যামেরাও রয়েছে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য। সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, ডিভাইসটি 17 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক দিতে পারে। সবদিক থেকে দেখতে গেলে iPhone 14-র মতো প্রায় সব ফিচারই রয়েছে iPhone 13তে।

গত বার Flipkart বিগ বিলিয়ন ডেজ় সেলে সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছিল Apple iPhone 13। সেবার ‘বেস্ট সেলার’ তকমা পেয়েছিল ফোনটি। Apple 14, 15 লঞ্চ হলেও ডায়াগনাল রিয়ার ক্যামেরা ডিজ়াইনের iPhone 13 ফোনটি এখনও সেরা। প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ডিভাইসটি আপনার আয়ত্তের মধ্যেই রয়েছে এখনও। তবে এখন এই ফোন আপনি আরও কম দামে কিনতে পারবেন।


আরও পড়ুন

Realme GT 5 Pro লঞ্চ হবে দ্রুত, জেনে নিন স্পেসিফিকেশন

চীনে iPhone 17 এর আগেই ভারতে তৈরী হবে