iPhone 13 এখন মাত্র 999 টাকায়,Flip kart এর দুরন্ত অফার

iPhone 13 pic

iPhone 13 এর দাম হয়েছে 51,999 টাকা। প্রাথমিক ভাবে এই মডেলের উপরে 13 শতাংশ ছাড় দেওয়ার পরেই এই দামে ফোনটি পাওয়া যাচ্ছে। সবথেকে আকর্ষণীয় অফারে ক্রেতারা এই ফোনের উপরে 49,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন। তার ফলেই iPhone 13-এর দাম হয়ে যাচ্ছে এক্কেবারে 2,999 টাকা।

Apple iPhone 13 হল প্রথম কোনও স্মার্টফোন, যাতে ডায়াগনাল রিয়ার ক্যানেরা ডিজ়াইন রয়েছে। কুপার্টিনোর টেক জায়ান্টটি ফোনের সেই এক মডেল এখনও বিক্রি করে চলেছে। এখন iPhone 15 চলে এসে গিয়েছে ঠিকই। তা অনেক বেশি আপগ্রেডেডও। কিন্তু আপনার বাজেট কম থাকলে কী করবেন? সেক্ষত্রে সবথেকে ভাল অপশন হতে পারে iPhone 13। 

Apple iPhone 13তে রয়েছে 12MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ, যা 4K ডলবি ভিসন HDR সাপোর্ট করে ভিডিয়ো রেকর্ডিংয়ের জন্য। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনটিতে রয়েছে 12MP ট্রুডেপথ ফ্রন্ট ক্যামেরা, যাতে নাইট মোডও রয়েছে।

সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে, সিঙ্গেল চার্জে ডিভাইসটি 19 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাক সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে একটি A15 বায়োনিক চিপসেট। এই চিপসেট থাকার ফলে ব্যবহারকারীরা গ্রাফিক্স-ইনটেন্সিভ গেমস খেলতে পারবেন।


আরও পড়ুন

Oppo A2 লঞ্চ হয়ে গেল খুব কম দামে, দেখে নিন স্পেসিফিকেশন 

iPhone SE 4 লঞ্চ হয়েছে, জেনে নিন বিস্তারিত