নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো 10 মিনিটে ডেলিভারি হবে আইফোন 15

প্রতি বছরের মতো এ বছরও নতুন আইফোন নিয়ে দেখার মতো উন্মাদনা। কেউ 17 ঘণ্টা লাইন দিয়েছেন আইফোন কেনার জন্য, তো কেউ ভোরবেলা থেকে। যে ভাবে হোক হাতে চাই নতুন আইফোন 15 সিরিজ। অ্যাপেলের এই স্মার্টফোন যাতে মানুষের হাতে দ্রুত পৌঁছে যায় তার জন্য নতুন পরিষেবার ঘোষণা করেছে ই-কমার্স সংস্থা ব্লিঙ্কিট।

অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো মালিকাধীন এই প্ল্যাটফর্মে মাত্র 10 মিনিটে বাড়ির দোরগোড়ায় আইফোন 15-এর ডেলিভারি পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। সাধারণত অনলাইনে মুদি-সামগ্রী অর্ডার করার জন্য এই অ্যাপ ব্যবহার করেন ইউজাররা।

এবার সেখানেই করা যাবে আইফোন 15 সিরিজের অর্ডার। দাম মিটিয়ে দিলে মাত্র 10 মিনিটের ভিতর হবে ডেলিভারি। এখন ভাবতে পারেন এত তাড়াতাড়ি কী ভাবে ডেলিভার করবে ব্লিঙ্কিট? সংস্থা জানিয়েছে, এই পরিষেবার জন্য তারা অ্যাপেলের রিসেলার ইউনিকর্ন-এর সঙ্গে হাত মিলিয়েছে।

2022 সালে যখন আইফোন 14 লঞ্চ হয়েছিল তখনও 10 মিনিটে ডেলিভারি দেওয়ার ঘোষণা করেছিল এই সংস্থা। এদিন ই-কমার্স সংস্থাটি জানিয়েছে, তারা ইতিমধ্যে বেশ কিছু আইফোন 15 সিরিজ ডেলিভারি করে ফেলেছে।


বিরাট ছাড় দিয়ে মার্কেটে বিক্রি শুরু হয়ে গেল iPhone 15 সিরিজের 

পৃথিবীর সবথেকে হালকা 5G স্মার্টফোন নিয়ে এল Motorola Edge 40 Neo 5G