
চীনে সংঘটিত বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যায় কারণে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে অ্যাপল এর সাপ্লাই চেইন। যার দরুন বর্তমানে পড়শী দেশে ব্যবসা করতে গিয়ে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে টিম কুকের সংস্থাটি। যেকারণে বিকল্প ম্যানুফ্যাকচারিং ল্যান্ড হিসাবে Apple ভারতকে বেছে নিয়েছে।
যদিও এতদিন এদেশে তৈরী আইফোনের সংখ্যা চীনে অ্যাসেম্বল করা ইউনিটের থেকে যথেষ্টই কম ছিল। তবে এখন জানা যাচ্ছে, Apple আগামী বছর থেকে আরো বেশি সংখ্যক ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন তৈরী করবে। এমনকি, সংস্থাটি চীনের আগেই এদেশে iPhone 17 তৈরীর কাজ শুরু করতে চায় বলেও দাবি করা হচ্ছে।
প্রখ্যাত অ্যাপল ডিভাইস বিশ্লেষক মিং চি কুও তার একটি লেটেস্ট রিপোর্টে দাবি করেছেন যে, Apple আগামী বছরের মধ্যে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন উৎপাদনের পরিমাণ দ্বিগুণ করতে চায়।
জানিয়ে রাখি, ২০২৩ সালে বিশ্বব্যাপী চালান করা আইফোনের প্রায় ১২-১৪% ভারতে স্থানীয়ভাবে নির্মিত হয়েছে। এক্ষেত্রে সংস্থাটি, ২০২৪ সালের মধ্যে আইফোন ডেভলপমেন্টের পরিসংখ্যান ২০-২৫% -এ বাড়াতে আগ্রহী। তবে উৎপাদনকার্য প্রায় দ্বিগুন বাড়ানোর বিষয়টি বেশকয়েকটি পরিস্থিতির উপর নির্ভরশীল। তাই সবকিছুই ঠিকঠাক থাকলে তবেই Apple তাদের এই লক্ষ্য পূরণে সমর্থ হবে।
আরও পড়ুন
Moto G24 স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে পারে,জেনে নিন
Samsung Galaxy Z Flip 5 Retro লিমিটেড এডিশন স্মার্টফোন লঞ্চ হল, দেখে নিন ফিচার