iPhone SE 4 লঞ্চ হয়েছে, জেনে নিন বিস্তারিত

iPhone SE 4  pic

iPhone SE 4 সম্পর্কে সমালোচনা কিন্তু থেমে নেই। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে iPhone 14 এর মতো ফর্ম ফ্যাক্টর থাকবে। iPhone SE 3 মার্কেটে আনা হয়। এই বছর এখনও পর্যন্ত কোনো এসই মডেল লঞ্চ হয়নি এবং কোনো লঞ্চ সম্পর্কেও জানা যায়নি। 

iPhone SE 4 ফোনটিতে একটি টাচ আইডি বাটন থাকবে বলে কানাঘুষো চলছে। Apple তাদের এই ডিজাইন আপাতত ধরে রাখতে চাইছেই বলে মনে করা হচ্ছে এবং আগামী প্রজম্মের এই ফোনে অল স্ক্রিন ডিজাইন না থাকার সম্ভাবনাই বেশি। তবে এই ফোনে iPhone 15 Pro মডেলের মতো USB-C পোর্ট এবং অ্যাকশন বাটন থাকবে। এই অ্যাকশন বাটন বিভিন্ন কাজে ব্যাবহার করা যায়। 

এই ফোনে iPhone 14 Pro সিরিজের ফোনের মতো 48 MP সিঙ্গেল রেয়ার ক্যামেরা থাকবে। একইরকম ডিজাইন ছাড়াও এই ফোনটি iPhone 14 এর মিডনাইট ভেরিয়েন্টে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এই ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হতে পারে।


আরও পড়ুন

Moto Razr 40 Ultra এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, জেনে নিন স্পেশিফিকেশন

Infinix Smart 8 গ্লোবালি লঞ্চ হয়েছে,জেনে নিন স্পেশিফিকেশন