iQOO 12 এর ভারতে লঞ্চ ডেট কনফার্ম হল , দেখে নিন স্পেসিফিকেশন

iQOO 12 pic

iQOO 12 এবং iQOO 12 Pro নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের ভ্যানিলা মডেল iQOO 12 এর ভারতে লঞ্চ সম্পর্কে জানিয়েছে।

iQOO 12 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে:এই ফোনে 6.78-ইঞ্চি BOE OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5K রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট, 3000 নিটস পীক ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হতে পারে।
  • প্রসেসর: এই ফোনে সবচেয়ে ফাস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে। এই তথ্য কনফার্ম জানা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে OIS সাপোর্টেড 50-মেগাপিক্সেল ওমনিভিশন OV50H প্রাইমারি সেন্সর, 50-মেগাপিক্সেল স্যামসাঙ জেএন1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম ও 100x ডিজিটাল সাপোর্টেড 64-মেগাপিক্সেল OV64B টেলিফটো লেন্স থাকতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4.0 ওএসে কাজ করতে পারে।

iPhone 13 মাত্র 8,499 টাকায়, দিওয়ালি সেলে ধামাকা অফার

Realme GT 5 Pro লঞ্চ হবে দ্রুত, জেনে নিন স্পেসিফিকেশন