iQOO Neo 9 লঞ্চ ডেট কনফার্ম হল, জেনে নিন স্পেসিফিকেশন

 iQOO Neo 9 ডিসেম্বরে আইকু চীনে তাদের প্রিমিয়াম মিড রেঞ্জ সিরিজ নিও 9 লঞ্চ করতে চলেছে।  আগামী 27 ডিসেম্বর সন্ধ্যা 7টার সময় এই সিরিজের অধীনে iQOO Neo 9 পেশ করা হবে।সিরিজের ফোন ব্লু, ব্ল্যাক ও রেড কালারে দেখা গেছে। তবে কালারের আসল নাম লঞ্চের দিনই জানা যাবে।

iQOO Neo 9 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে:এই ফোনে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 1.5কে রেজোলিউশন ও 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: সিরিজের ভ্যানিলা মডেল Neo 9 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট থাকবে বলে কনফার্ম জানানো হয়েছে।
  • স্টোরেজ: এই সিরিজের ফোনে 12GB RAM+256GB স্টোরেজ, 16GB RAM+256GB স্টোরেজ, 16GB RAM+512GB স্টোরেজ এবং 16GB RAM+1TB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: জানা গেছে নিও সিরিজে OIS সাপোর্টেড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে।
  • ব্যাটারি:এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এর মধ্যে 120 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। 
  • ওএস: স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 ও অরিজিন ওএসের সঙ্গে পেশ করা হতে পারে। 

আরও পড়ুন
LAVA Storm 5G সস্তা 5জি ফোনের বাজার কাঁপাতে আসছে , দেখে নিন 

Nokia 4G ফিচার ফোনে WhatsAppএর পর এবার YouTube