
Jio Phone Prima অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। এই সস্তা এবং অ্যাডভান্স ফোনটি মাত্র 2,599 টাকা দামে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো ফিচার রয়েছে।
Jio Phone Prima এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের এই কীপ্যাড ফোনের লউক এবং ডিজাইন নিয়ে যথেষ্ট কাজ করেছে। ফোনটির ডিজাইন যথেষ্ট বোল্ড এবং প্রিমিয়াম। এই ফোনে 2.4 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে 1800mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ভিডিও কল এবং ফটোগ্রাফির জন্য ফোনটির উভয় দিকে ডিজিটাল ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ফ্ল্যাশ লাইটও রয়েছে। এই ফোনের মাধ্যমে জিও টিভি, জিও সিনেমা, জিও সাওয়ানের মতো প্রিমিয়াম ডিজিটাল সার্ভিস উপভোগ করা যাবে। এছাড়া জিও পে ব্যাবহার করে ইউপিআই পেমেন্টও করা যায়।
এই ফোনটি 23টি ভাষা সাপোর্ট করে অর্থাৎ এই ফোনটি 23টি বিভিন্ন ভাষায় ব্যাবহার করা যায়। কোম্পানির বক্তব্য অনুযায়ী JioPhone Prima একটি ফোন নয়, বরং একটি স্টাইল। এই ফোনটি সেইসব গ্রাহকদের জন্য তৈরি করা হয়েছে, যারা কম দামের মধ্যে 4জি অথচ মজবুত কীপ্যাড ফোন ব্যাবহার করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উপভোগ করতে পছন্দ করেন।
আরও পড়ুন
POCO X6 Pro শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে, দেখে নিন স্পেসিফিকেশন