জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন,পিছু হটলেন মোদী 

Juneng Cappucino L3E PIC

জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন। ব্যাটারি চালিত স্কুটারের বাজারের পরিধি বাড়তেই ঝাঁপিয়ে পড়েছে দেশি বিদেশী একাধিক সংস্থা। ইতিমধ্যে হিরো, টিভিএস-এর মতো বড় নাম যোগ হয়েছে এই তালিকায়। পরিবেশ-বান্ধব স্কুটার, বাইক তৈরি করতে হচ্ছে বড় বড় বিনিয়োগ। এবার সেই বাজারে ইলেকট্রিক স্কুটার আনছে চিন।

জনসংখ্যার নিরিখে বিশ্বের সবচেয়ে বৃহত্তম দুটি দেশ চিন এবং ভারত। সুতরাং, দেশগুলির গাড়ি বাজারও অন্যান্য দেশের তুলনায় অনেক বড়। তাই মুনাফার খোঁজে এবার ভারতের ইলেকট্রিক বিপ্লবে সামিল হতে চলেছে চিনের JNEN নামক একটি সংস্থা।

এই JNEN বা Juneng মোটরসাইকেল টেকনোলোজির অবস্থান চিনের জেজিয়াং অঞ্চলে। পেট্রল চালিত এবং ইলেকট্রিক স্কুটার দুই বানায় তারা। সংস্থার Cappucino L3E নামক একটি স্কুটার ভারতীয় বাজারে লঞ্চ হতে পারে বলে যাচ্ছে। কেন্দ্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সেই আবেদনও জমা করেছে সংস্থাটি।

বিশ্ব বাজারে ইতিমধ্যে এই স্কুটারের বিক্রি জারি রয়েছে। তবে ভারতে যে স্কুটি বিক্রি হবে তাতে কিছু পরিবর্তন রাখতে পারে সংস্থাটি। এই Cappucino L3E একটি হাই স্পিড ইলেকট্রিক স্কুটার। এতে রয়েছে 2.88 kwh ব্যাটারি প্যাক। সঙ্গে একটি মোটর যা সর্বোচ্চ 3.5 কিলোওয়াট শক্তি তৈরি করতে পারে।

স্কুটারের সর্বোচ্চ গতি 80 কিমি প্রতি ঘণ্টা। সংস্থার দাবি অনুযায়ী, এটির ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেয় 4 ঘণ্টা। ফুল চার্জে 114 কিলোমিটার রেঞ্জ দিতে পারে। রিমুভেবেল ব্যাটারি প্যাক সহ আসে এই স্কুটার। আয়তনে বেশ ভারী 265 কেজি এই দু চাকাটি।

L3E স্কুটারে খানিক নিও-রেট্রো ছোঁয়া দেওয়ার প্রচেষ্টা করেছে চিনের এই সংস্থা। তার সঙ্গে গোল LED হেডল্যাম্প, তীক্ষ্ণ বডি লাইনিং এবং সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। থাকবে স্মার্টফোন কানেকশনও।


আরও পড়ুন

10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল

উড়িয়ে দিন Zomato-Swiggy এমনকি Flipkart-Amazon Whatsapp এ হবে কেনাকাটা ও খাবার অর্ডার