
Lava Blaze 2 5G লঞ্চ করতে চলেছে কোম্পানি। সম্প্রতি এই ফোনের টিজার পেশ করেছিল। এবার এই ফোনের লঞ্চ ডেট সামনে এসেছে। আগামী 2 নভেম্বর এই ফোনটি টেক মার্কেটে পা রাখতে চলেছে।
Lava Blaze 2 5G এর স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশনে কাজ করবে।
- প্রসেসর: এই ফোনে কোম্পানি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 চিপসেট যোগ করতে পারে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য মালী জি57 জিপিইউ থাকবে বলে জানা গেছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনটিতে 4GB RAM + 64GB মেমরি এবং 6GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।
- ক্যামেরা: টিজার ভিডিও থেকে জানা গেছে এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর থাকবে। এর সঙ্গে এআই ফিচার দেওয়া হতে পারে।
- ব্যাটারি: এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে জানা গেছে।
- অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রয়োজনীয় ফিচার দেওয়া হতে পারে।
- ওএস: Lava Blaze 2 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।