মধ্যবিত্তের বুকে ধুকপুকুনি বাড়িয়ে পুজোর মুখে হাজির Mahindra Thar

Mahindra Thar picture

Mahindra Thar অফ-রোড গাড়ি হিসাবে ভারতীয় বাজারে তুমুল জনপ্রিয়। Mahindra Thar গাড়ির 43,500 টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল কোম্পানি। কিছুদিন আগে Scorpio-N, Scorpio Classic, XUV700 গাড়িগুলির দাম বৃদ্ধি করেছিল কোম্পানি। এবার থার-এর নতুন দাম কার্যকর করল মাহিন্দ্রা।

জানা গিয়েছে, Mahindra Thar গাড়িটির একাধিক ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। এই দাম ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। তাই কেউ যদি আগামী দিনে এই চার চাকা কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে বাড়তি খরচ বহন করার জন্য প্রস্তুত থাকুন।

16,200 টাকা থেকে 43,500 টাকা দাম বৃদ্ধি করেছে কোম্পানি। গাড়ির যে হার্ড টপ ডিজেল ভেরিয়েন্ট রয়েছে AX(O) এবং LX এর ম্যানুয়াল ও RWD ম্যানুয়াল ভেরিয়েন্টের দাম 43,500 টাকা বাড়ানো হয়েছে। অন্যান্য ভেরিয়েন্টগুলির দাম বেড়েছে 16,200 টাকা।

Mahindra Thar গাড়ির যে আগের দাম ছিল তা আর লাগু হবে না। তিন দরজার এই গাড়ির নুন্যতম এক্স-শোরুম দাম 10.98 লাখ টাকা এবং সর্বোচ্চ অর্থাৎ টপএন্ড ভেরিয়েন্টের দাম 16.93 লাখ টাকা

গাড়িতে রয়েছে 3টি ইঞ্জিন বিকল্প – 1.5 লিটার ডিজেল, 2.2 লিটার mHawk ডিজেল এবং 2 লিটার mStallion পেট্রল ইঞ্জিন। সর্বোচ্চ শক্তি তৈরি করতে পারে তৃতীয় ইঞ্জিনটি – 150 হর্সপাওয়ার এবং 300 এনএম টর্ক। সঙ্গে মিলবে 6 স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন।


আরও পড়ুন

পুজোর আগে ঝড় তুলে দিয়ে বাজারে এল Hyundai Exter

10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল