Moto G24 স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে পারে,জেনে নিন

Moto G24  pic

Moto G24 ফোন লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে তার আগেই বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি স্পেসিফিকেশন সহ দেখা গেছে।

Moto G24 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Moto G24 ফোনে এফএইচডি প্লাস এলসিডি স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্ক্রিন 90hz রিফ্রেশরেটে কাজ করবে।
  • প্রসেসর: এতে কোম্পানি এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করতে পারে। গীকবেঞ্চ থেকেও এই ডিটেইলস জানা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম, 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো সমস্ত প্রয়োজনীয় ফিচার দেওয়া হবে।
  • ওএস: কোম্পানি পক্ষ থেকে এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

Samsung Galaxy Z Flip 5 Retro লিমিটেড এডিশন স্মার্টফোন লঞ্চ হল, দেখে নিন ফিচার

Infinix Smart 8 খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে, দেখে নিন