Motorola Edge 2023 দুরন্ত ক্যামেরা দিয়ে বাজার কাঁপিয়ে দিল

Motorola Edge 2023 img

Motorola Edge 2023 লঞ্চ করেছে। জানিয়ে রাখি এর আগে মে মাসে Moto Edge+ (2023) পেশ করা হয়েছিল। এবার এই ফোনের লোয়ার মডেল হিসাবে নতুন ফোনটি পেশ করা হয়েছে। এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং, IP68 রেটিং, 6.6 ইঞ্চি কার্ভ POLED ডিসপ্লে, 50MP ক্যামেরার মতো কিছু দারুণ ফিচার রয়েছে।

Motorola Edge 2023 ফোনটি ইউনিক ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে ভেগান লেদার প্যানেল দেওয়া হয়েছে। এতে অ্যালুমিনিয়াম মিড ফ্রেম যোগ করা হয়েছে।

 এই ফোনে কার্ভ শেপের ক্যামেরা মডিউলে LED ফ্ল্যাশ ও ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল স্ক্রিন রয়েছে।ইউএস মার্কেটে Motorola Edge 2023 ফোনটি $599 অর্থাৎ প্রায় 49,000 টাকা দামে পেশ করা হয়েছে।ফোনটি Eclipse Black কালারে সেল করা হবে।

Motorola Edge 2023 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Motorola Edge 2023 ফোনটিতে 10 বিট 6.6 ইঞ্চি কার্ভ pOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 144Hz রিফ্রেশরেট, 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 1200 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7030 চিপসেট যোগ করেছে। এর সাহায্যে এই ফোনে গেমিং সহ অন্যান্য টাস্ক অত্যন্ত সহজে করা যাবে।
  • স্টোরেজ: এই ফোনটিতে 8GB LPDDR4X RAM + 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Edge 2023 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 13MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 68W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4400 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটিতে 15W ওয়্যারলেস এবং 5W রিভার্স চার্জিং ফিচারও রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখতে IP68 রেটিং দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে Fingerprint sensor, Dual Sim 5G, Bluetooth, Wifi এর মতো বেশ কিছু প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MyUX এ কাজ করে।

আরও পড়ুন

Samsung Galaxy A34 5G কিনে নিন জলের দড়ে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে

Nokia 110 4G এক চার্জেই একটানা ১২ দিন চলবে এই ফিচার ফোন