
One Plus 12 লঞ্চ করতে চলেছে 10ম বর্ষপূর্তি উপলক্ষে টেক মার্কেটে । জানিয়ে রাখি কোম্পানি তাদের যাত্রা শুরু করেছিল 2012 সালের 14 অক্টোবর।আগামী 4 ডিসেম্বর চীনে One Plus 12 স্মার্টফোন লঞ্চ করা হবে।
OnePlus 12 এর স্পেসিফিকেশন
এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট যোগ করা হবে। কোম্পানি আগেই জানিয়ে দিয়েছিল এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে হাইপারটোন ক্যামেরা অপটিমাইজেশন সহ LYT-T808 প্রাইমারি সেন্সর হেডলাইন করা হবে।
রিপোর্ট অনুযায়ী এই ফোনে প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 48-মেগাপিক্সেল IMX581 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 64-মেগাপিক্সেল ওমনিভিশন OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হবে। সেলফির জন্য এতে 32-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া রিপোর্ট থেকে জানা গেছে এই ফোনে 2K রেজলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.82 ইঞ্চির BOE X1 OLED ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটি ColorOS 14 সহ Android 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
One Plus 12 এর হাই কনফিগারেশন ভেরিয়েন্টে 16 GB LPDDR5x RAM এবং 1 TB UFS 4.0 স্টোরেজ থাকবে বলে মনে করা হচ্ছে। এতে 5,400 mAh ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ব্যাটারি 100 W ওয়্যার্ড এবং 50 W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করতে পারে।
আরও পড়ুন
Vivo Watch 3 ই-সিম সাপোর্ট সহ লঞ্চ হল, দেখে নিন ফিচার
Samsung Galaxy A15 শীঘ্রই লঞ্চ হতে পারে , দেখে নিন স্পেসিফিকেশন