Oppo A2 লঞ্চ হয়ে গেল খুব কম দামে, দেখে নিন স্পেসিফিকেশন 

Oppo A2 pic

Oppo A2 আপাতত চিনের বাজারেই নিয়ে আসা হয়েছে। সে দেশের ফোনটির বেস 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম CNY 1,699 বা 16,500 টাকা প্রায়। আর একটি হাই-এন্ড 12GB RAM + 512GB মডেলের দাম CNY 1,799 বা 20,000 টাকা প্রায়।চিনে এর মধ্যেই ফোনটির বিক্রিবাট্টা শুরু হয়ে গিয়েছে। সেখানে ক্রিস্টাল ভায়োলেট, জিংঘাই ব্ল্যাক এবং কিঙ্গবো ইমার‌্যাল্ড এই কয়েকটি রঙে পাওয়া যাবে ফোনটি। 

Oppo A2তে রয়েছে একটি 6.72 ইঞ্চির LTPS LCD স্ক্রিন, যার রিফ্রেশ রেট 90Hz। এই ডিসপ্লে 680 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এছাড়া এর টাচ স্যাম্পলিং রেট 180Hz। পারফরম্যান্সের দিক থেকে এই ফোন চালিত হবে একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6020 প্রসেসরের সাহায্যে।

ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনের। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 50MP ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরায় থাকছে একটি 2MP সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের এই Oppo ফোনে একটি 8MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।

Oppo A2 -এর আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল তার শক্তিশালী 5000mAh ব্যাটারি, যা 33W Super VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সব দিক থেকে দেখতে গেলে বাজেট সেগমেন্টে এই ফোনটি Oppo-র অন্যতম শক্তিশালী হ্যান্ডসেট। ভারতে ফোনটি লঞ্চ হলেই তা রীতিমতো ঝড় তুলবে।


iPhone SE 4 লঞ্চ হয়েছে, জেনে নিন বিস্তারিত

Moto Razr 40 Ultra এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, জেনে নিন স্পেশিফিকেশন