
OPPO A2x নামে একটি স্মার্টফোন চীনের বাজারে এই ফোনটি লঞ্চ করেছে। সম্প্রতি ফোনটির কিছু ছবিও লিক হয়েছে। আজ কোম্পানি বাজেট ক্যাটাগরির OPPO A2x ফোনে 13MP Camera, 8GB RAM, MediaTek Dimensity 6020 চিপসেট এবং 5,000mAh battery এর মতো কিছু সুন্দর ফিচার রয়েছে।
চীনে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ফোনের টপ মডেলে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই ফোনের দাম প্রায় 12,599 টাকা এবং 15,999 টাকার কাছাকাছি। চীনে OPPO A2x ফোনটি black, gold এবং purple কালারে সেল করা হবে।
ফিচার
- এই ফোনটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP54 রেটিং দেওয়া হয়েছে।
- সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড পাওয়ার বাটন যোগ করা হয়েছে।
- এই ফোনের নিচের প্যানেলে লাউড স্পিকার রয়েছে এবং কোম্পানির বক্তব্য অনুযায়ী এটি 300% সুপার ভলিউম আউটপুট দিতে সক্ষম।
- এই ফোনের স্ক্রিনে 4096 লেভেল স্মার্ট ডিমিং অর্থাৎ 24/7 AI ইনটেলিজেন্ট আই প্রোটেকশন রয়েছে, যার ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যাবহার করলেও চোখের ক্ষতি হবে না।
- এই ফোনে Dual-mode 5G, Dual SIM, Wi-Fi + Bluetooth ফিচার রয়েছে।
স্পেসিফিকেশন
- ডিসপ্লে: এই ফোনটিতে 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.56 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি এই ডিসপ্লে 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই স্ক্রিনের পীক ব্রাইটনেস 720 নিটস।
- প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
- স্টোরেজ: এই ফোনটি 6GB RAM ও 8GB RAM সহ দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। RAM expansion technology ব্যাবহার করে এই ফোনে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
- ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য এলইডি ফ্ল্যাশ সহ এবং এআই টেকনোলজিযুক্ত 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
আরও পড়ুন
Samsung Galaxy F14 5G ৭৫০০ টাকা ছাড়ে ,মাথায় হাত বাকি কোম্পানির
শীঘ্রই ভারতের বাজারে ধামাল করতে আসছে Samsung Galaxy A05 এবং Galaxy A05s