POCO C65 ভারতে লঞ্চ হবে খুব জলদি, জেনে নিন স্পেসিফিকেশন

POCO C65 img

POCO C65 ফোনের লঞ্চ ডেট জানিয়ে দিয়েছে। এই ফোনটি গত মাসে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছে।ভারতে আগামী 15 ডিসেম্বর, 2023 দুপুর 12 টার সময় POCO C65 ফোনটি লঞ্চ করা হবে। নিচে এই ফোন সম্পর্কে বিস্তারিত জানানো হল।গ্লোবাল মার্কেটে POCO C65 ফোনের 6GB+128GB ভেরিয়েন্টের দাম $129 অর্থাৎ প্রায় 10,800 টাকা এবং 8GB+256GB মডেলের দাম $149 অর্থাৎ প্রায় 12,500 টাকা রাখা হয়েছে। এই ফোনটি পার্পল, ব্ল্যাক এবং ব্লু কালারে পেশ করা হয়েছিল।

POCO C65 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.74 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 1600×720 পিক্সেল রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট, 600 নিটস ব্রাইটনেস এবং ওয়াটার ড্রপ নচ সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট যোগ করেছে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল AI প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • OS: POCO C65 ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এমআইইউআই 14 এ কাজ করে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 18 ওয়াট ফফাস্ত চার্জিং সাপোর্টেড 5000 এমএএইচ ব্যাটারি যোগ করা হয়েছে।
  • কানেক্টিভিটি: এই ফোনে ব্লুটুথ, ওয়াইফাই, 3.5 এমএম অডিও জ্যাক, এনএফসি এবং ইউএসবি টাইপ সির মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।
  • অন্যান্য: এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার রয়েছে।

আরও পড়ুন

One Plus Ace 3 এর ডিসপ্লে ডিটেইলস সামনে এল, জেনে নিন স্পেসিফিকেশন

AI Laptop নিয়ে আসছে Samsung, 15 ডিসেম্বর বিশ্বে প্রথম