Realme 11 5G এর দামে পাওয়া যাচ্ছে জলের দড়ে

 Realme 11 5G pic

জনপ্রিয় স্মার্টফোন Realme 11 5G এর দামে দারুণ ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাসাপ্সি শপিং সাইট আমাজন এবং ফ্লিপকার্ট থেকেও এই ফোনটি দুর্দান্ত অফারে কেনা যাবে।ভারতে ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। 

ফোনটির বেস মডেলে 8GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং এই ফোনটি 18,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে ফোনটির 8GB RAM + 256GB মডেল 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। বর্তমান সেলে এই ফোনটির উভয় মডেল যথাক্রমে 16,999 টাকা এবং 18,499 টাকা দামে সেল করা হচ্ছে।

Realme 11 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Realme 11 5G ফোনটিতে 6.72 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2400×1080 পিক্সেল রেজলিউশন, 680 নিটস ব্রাইটনেস, 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট রয়েছে। এই ফোনে পাঞ্চ হোল কাটআউট ডিজাইনের ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এর চিপসেটের ক্লক স্পীড 2.2 গিগাহার্টস। এর সঙ্গে হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি57 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Realme 11 5G ফোনটি 8GB RAM এর সঙ্গে 8GB Dyanamic RAM Expansion সাপোর্ট করে। অর্থাৎ ইউজাররা এই ফোনে মোট 16GB RAM উপভোগ করতে পারবেন। রি ফোনে 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের Samsung ISOCELL HM6 প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স রয়েছে। এই ফোনের ক্যামেরা 3x জুমের ক্ষমতাসম্পন্ন। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: এতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে 67 ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 4.0 তে কাজ করে। এছাড়া আগামী দিনে এই ফোনটি আপডেটও পাবে।

আরও পড়ুন

Apple iPad ধামাকা অফারে লঞ্চ হতে চলেছে,জেনে নিন

ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy M44 5G