
Realme 5G ফোন সেলে ১২ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন ক্রেতারা। ফোনের দামে থাকছে ইন্সট্যান্ট ডিসকাউন্ট এবং ব্যাঙ্ক অফার ও এক্সচেঞ্জ অফার। Realme 5G ফোন সেল লাইভ হয়েছে রিয়েলমি ওয়েবসাইটে। নতুন লঞ্চ হওয়া রিয়েলমি Narzo 60 X 5G ফোনে ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় রয়েছে।যা ১১,৯৯৯ টাকায় কিনতে পারবেন ক্রেতারা।
চলতি মাসের শুরুর দিকেই লঞ্চ হয়েছে রিয়েলমি Narzo 60X 5G ফোন। রিয়েলমির ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনের 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা।
রিয়েলমি 11 সিরিজের ফোন রিয়েলমি 11 5g এবং রিয়েলমি 11 Pro, রিয়েলমি11 Pro Plus – এই তিনটি ফোনের দামেই থাকছে আকর্ষণীয় ছাড়। রিয়েলমি 11 5g এবং রিয়েলমি 11 Pro ফোনে থাকছে ১৫০০ টাকা ছাড় আর রিয়েলমি 11 Pro Plus ফোনে থাকছে ২০০০ টাকা ছাড়।
এছাড়াও নো-কস্ট ইএমআই অফার পাওয়া যাবে সমস্ত ভ্যারিয়েন্টে। রিয়েলমি 11 5g সিরিজের দুটো ‘প্রো’ ভ্যারিয়েন্ট কেনা যাবে ২১,৯৯৯ টাকা এবং ২৫,৯৯৯ টাকায়। রিয়েলমি 11 X 5g ফোনের ক্ষেত্রেও থাকছে নো-কস্ট EMI অফার। তবে আলাদা করে কোনও ছাড় নেই এই ফোনে। কোন ভ্যারিয়েন্ট কত দামে পাওয়া যাচ্ছে, জেনে নেওয়া যাক।
রিয়েলমি ফোনের 6 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের 8 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ১৫,৯৯৯ টাকা। রিয়েলমি Narzo 60 5G এবং রিয়েলমি Narzo 60 X 5G – এই দুই ফোনের দামেও রয়েছে ছাড়। প্রথম মডেলে ১৩০০ টাকা ছাড় রয়েছে। পরের মডেলে ছাড় রয়েছে ২০০০ টাকা। এছাড়াও রয়েছে ব্যাঙ্ক ডিসকাউন্ট।
আরও পড়ুন
Redmi 12 5G ফোন কিনে ফেলুন খুব সস্তায় কুপন ছাড়া
জনতার ঘুম উড়িয়ে নতুন ভাবে বাজারে এল Samsung Galaxy A14 5G