Realme GT 5 Pro লঞ্চ হবে দ্রুত, জেনে নিন স্পেসিফিকেশন

Realme GT 5 pic

Realme GT 5 Pro ফোনটি লঞ্চ করতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি টিজ করাও শুরু হয়ে গেছে। অন্যদিকে আবার এই ফোনটি সম্পর্কে একের পর এক লিক প্রকাশ হয়েই চলেছে। এবার এক টিপস্টার এই আপকামিং ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন শেয়ার করেছেন।

Realme GT 5 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে কার্ভ 1.5K BOE AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট থাকবে বলে কনফার্ম জানা গেছে। ভালো পারফরমেন্সের জন্য এই ফোনে 10,000 এমএম² বড় ভেপার কুলিং সিস্টেমও দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে ডেটা স্টোর করার জন্য 24GB পর্যন্ত LPDDR5x RAM এবং 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: Realme GT 5 Pro ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP Sony Lytia LYT808 প্রাইমারি সেন্সর, 50MP IMX890 টেলিফটো লেন্স এবং ওমনিভিশন OV08D10 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকতে পারে বলে শোনা যাচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5400mAh ব্যাটারির সঙ্গে 100 ওয়াট ফাস্ট চার্জিং এবং 50 ওয়াট ওয়াআরলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G, IP68 রেটিং দেওয়া হতে পারে।
  • ওএস:এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং রিয়েলমি ইউআই 5.0 তে কাজ করতে পারে।

আরও পড়ুন

চীনে iPhone 17 এর আগেই ভারতে তৈরী হবে

Moto G24 স্মার্টফোন শীঘ্রই লঞ্চ হতে পারে,জেনে নিন