
Redmi 13C গ্লোবাল মার্কেটে Xiaomi তাদের নতুন স্মার্টফোন হিসাবে লঞ্চ করেছে। এই ফোনটি আপাতত নাইজেরিয়াতে পেশ করা হয়েছে, যা আগামী দিনে ভারতেও সেল করা হবে। এই সস্তা ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
Redmi 13C এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi 13C ফোনে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন আইপিএস এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 90 হার্টস রিফ্রেশরেটে কাজ করে।
প্রসেসর: এই ফোনে 9 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
স্টোরেজ: নাইজেরিয়াতে এই ফোনটি 4GB, 6GB ও 8GB RAM সহ 128GB ও 256GB storage এর সঙ্গে লঞ্চ করা হয়েছে। virtual RAM ফিচার ব্যাবহার করে এতে 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।
অন্যান্য: সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার রয়েছে। এতে 3.5 এমএন জ্যাক ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এই ফোনের থিকনেস 8.09 এমএম এবং ওজন 192 গ্রাম।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং মিইউআই 14 এ কাজ করে।
আরও পড়ুন
Google Pixel 7 Pro দিওয়ালির আগেই একদম জলের দরে