Redmi Note 13 Pro Plus শীঘ্রই লঞ্চ হতে পারে , জেনে নিন স্পেসিফিকেশন

Redmi Note 13 Pro Plus  img

Redmi Note 13 Pro Plus ভারতের মার্কেটে শীঘ্রই শাওমি তাদের এই সিরিজ পেশ করতে পারে। এর আগে চীনে এই সিরিজ পেশ করা হয়েছে। এই সিরিজের ফোনটি এফসিসি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে।

Redmi Note 13 Pro Plus এর স্পেসিফিকেশন 

  • ডিসপ্লে: এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এটি 2712 x 1220 পিক্সেল রেজলিউশন, DCI-P3 100% ওয়াইড কালার গামুট, 120Hz রিফ্রেশরেট এবং 1,800 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে। সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ব্যাবহার করা হয়েছে।
  • প্রসেসর:এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা চিপসেট যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে আছে অ্যাড্রিনো 740 GPU।
  • স্টোরেজ: এই ফোনে 16GB পর্যন্ত RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এই ফোনে OIS ফিচারযুক্ত স্যামসাং 200MP ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Redmi Note 13 Pro+ ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এই ফোনে 3.5 এমএম হেদফন জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5জি, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.3, এনএফসি রয়েছে। এর সঙ্গে জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য এতে IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এ কাজ করে।

আরও পড়ুন

Honor Play 8T খুব সস্তায় লঞ্চ হল , দেখে নিন দুরন্ত ফিচার্স

Power Bank খুব কম দামে পাওয়া যাচ্ছে অ্যামাজন সেলে