Reno 11 সিরিজ ওপো এই মাসেই লঞ্চ করতে পারে,জেনে নিন

Reno 11

Reno 11 সিরিজ ওপো মাসেই লঞ্চ করতে পারে. এছাড়া Reno 11 Pro এবং Reno 11 Pro Plus নামের তিনটি ফোন পেশ করা হতে পারে। জানিয়ে রাখি এর সঙ্গেই নতুন রিপোর্টে ভিভো, অনার এবং অন্যান্য ফোনের লঞ্চ টাইমলাইন সম্পর্কে জানা গেছে।নভেম্বরের শেষের দিকে ওপো রেনো সিরিজ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Reno 11 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড স্ক্রিন রয়েছে। এটি 2412×1080 পিক্সেল রেজলিউশন, 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 950 নিটস ব্রাইটনেস এবং 394 পিপিআই সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী-জি68 জিপিইউ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা এতাপ দেওয়া হয়েছে। এই সেটআপে 64 মেগাপিক্সেল প্রাইমারি, 32 মেগাপিক্সেল টেলিফটো এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67W সুপার ভুক চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এর সঙ্গে লঞ্চ করা হয়েছিল। পরে এই ফোনটি ওএস আপগ্রেডও পাবে।

আরও পড়ুন

HAMMER , Conquer এবং Polar স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হল

iQOO 12 এর ভারতে লঞ্চ ডেট কনফার্ম হল , দেখে নিন স্পেসিফিকেশন