Samsung Galaxy 5G ফোন দিওয়ালির আগেই বিরাট ছাড়ে

Samsung Galaxy pic

Samsung Galaxy 5G এমআরপির চেয়ে কম দামে আপনি যদি ফোন কেনার কথা ভেবে থাকেন, তাহলে অ্যামাজন আপনার জন্য সেরা অফার নিয়ে হাজির হয়েছে। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল ফাইনাল ডেজ সেলে Galaxy A23 5G ও Galaxy A34 5G পাওয়া যাচ্ছে বাম্পার ডিসকাউন্টে। এদের উপরে ২৬,২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। সেলে সাথে আকর্ষণীয় ব্যাংক অফারও রয়েছে।

Samsung Galaxy A23 5G

A23 5G এর 8GB RAM এবং 128GB ROM এমআরপি ৩০,৯৯০ টাকা। তবে সেলে এটি ২২,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। আবার ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই ফোনটির দাম ১২৫০ টাকা পর্যন্ত কমানো যাবে। এছাড়া ২১,৭৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের লাভ ওঠানো যাবে।

Samsung Galaxy A34 5G

Galaxy A34 5G এর 8GB RAM এবং 128GB ROM এমআরপি ৩৫,৪৯৯ টাকা। তবে সেলে এটি ২১% ডিসকাউন্টে ২৭,৯৯৯ টাকায় কেনা যাবে। সাথে ১২৫০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। আবার ২৬২৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।


Redmi 13C লঞ্চের আগেই লিক হল ডিজাইন এবং স্পেসিফিকেশন

Lava Blaze 2 5G ভারতের মার্কেটে লঞ্চ হবে, জেনে নিন