Samsung Galaxy A15 শীঘ্রই লঞ্চ হতে পারে , দেখে নিন স্পেসিফিকেশন

Samsung Galaxy A15

Samsung Galaxy A15 5G নামে ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। এই ফোনটি A14 5G এর আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে এবং আপাতত কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি সম্পর্কে কিছু বলা হয়নি, তবে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে এই ফোনটি দেখা গেছে।

Samsung Galaxy A15 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A15 5G ফোনে 6.5 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: গীকবেঞ্চের ডিটেইলস অনুযায়ী এই ফোনে MediaTek Dimensity 6100+ প্রসেসর যোগ করা হতে পারে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে Mali G57 জিপিইউ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • স্টোরেজ: এই ফোনটি 4GB এবং 6GB RAM ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের সঙ্গে 5MP +2MP ক্যামেরা লেন্স যোগ করা হতে পারে। এই ফোনে 10x জুম ফিচার থাকতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
  • অন্যান্য: Galaxy A15 5G ফোনে ডুয়েল সিম 5G, ওয়াইফাই, ব্লুটুথ, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো অন্যান্য প্রয়োজনীয় ফিচার থাকবে।
  • OS: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে কাজ করবে বলে জানা গেছে।

আরও পড়ুন

সব থেকে সস্তায় Cloud Laptop নিয়ে আসার পরিকল্পনা করছে JIO

Motorola Envision X 55 ইঞ্চি স্মার্টটিভি মাত্র 5,333 টাকায়