ভারতের বাজারে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে Samsung Galaxy M44 5G

Samsung Galaxy M44  pic

Samsung খুব তাড়াতাড়ি মার্কেটে তাদের “এম” সিরিজের অধীনে Samsung Galaxy M44 5G লঞ্চ করতে পারে।এই ফোনটি Samsung Galaxy M34 এর আপগ্রেডেড ভার্সন হিসাবে পেশ করা হতে পারে। আপাতত Galaxy M34 ফোনটি বাজারে 8GB RAM + 128GB স্টোরেজ সহ 17,999 টাকা দামে সেল করা হয়। অর্থাৎ Samsung Galaxy M44 5G ফোনটি কম দামে 20 হাজার বা 25 হাজার টাকার রেঞ্জে পেশ করা হতে পারে।

Samsung Galaxy M44 5G এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Galaxy M44 ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট যোগ করতে পারে। সবার আগে গীকবেঞ্চ ওয়েবসাইটের মাধ্যমে এই প্রসেসরের কথা জানা গেছে।
  • স্টোরেজ: Galaxy M44 5G ফোনটির বেস মডেলে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে। এছাড়া এই ফোনে extended RAM ফিচার এবং অন্যান্য স্টোরেজ অপশন থাকতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি।
  • ব্যাটারি: এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • অন্যান্য: Galaxy M44 5G ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার থাকবে।

আরও পড়ুন

Laptop কিনুন বিশাল ছাড়ে Festive সিজনের শেষ বাজারে

Vivo Y200 5G ফোন লঞ্চ হবে অক্টোবরে, দেখে নিন ফিচার্স