Galaxy Tab S9 FE এবং Galaxy Buds FE লঞ্চ হল জলের দড়ে

Galaxy Tab S9 FE image

Galaxy Tab S9 FE এবং Tab S9 FE+ সহ Galaxy Buds FE লঞ্চ করেছে। আর প্রত্যেকটি ডিভাইসে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন ডিভাইসের দাম কত রেখেছে কোম্পানিটি। আর তাতে কী কী ফিচার দেওয়া হয়েছে।

Samsung ভারতীয় বাজারে একসঙ্গে দু’টি ডিভাইস বাজারে এনেছে। Samsung ভারতে গ্যালাক্সি ট্যাব S9 FE এবং ট্যাব S9 FE+ সহ Galaxy Buds FE লঞ্চ করেছে। আর প্রত্যেকটি ডিভাইসে দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কোন ডিভাইসের দাম কত রেখেছে কোম্পানিটি। আর তাতে কী কী ফিচার দেওয়া হয়েছে।

গ্যালাক্সি ট্যাব S9 FE ট্যাবটিতে একটি 10.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 90 Hz পর্যন্ত। এতে একটি 8MP রিয়ার ক্যামেরা এবং 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ট্যাবটি একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর 6GB + 128GB এবং 8GB + 256GB ভ্যারিয়েন্ট রয়েছে। এতে 8000 mAh এর ব্যাটারি রয়েছে। এটি Android 13-এ চলবে।

এই ট্যাবটিতে একটি 10.9 ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে। এর রিফ্রেশ রেট 90 Hz পর্যন্ত। এতে একটি 8MP রিয়ার ক্যামেরা এবং 12MP আল্ট্রা-ওয়াইড ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ট্যাবটি একটি অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর 6GB + 128GB এবং 8GB + 256GB ভ্যারিয়েন্ট রয়েছে। এতে 8000 mAh এর ব্যাটারি রয়েছে। এটি Android 13-এ চলবে ।


আরও পড়ুন

Poco X5 Pro কিনে ফেলুন দুরন্ত ছাড়ে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে

Poco X5 Pro কিনে ফেলুন দুরন্ত ছাড়ে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে