
ইতিমধ্যে ভারতে Whatsapp এর মাধ্যমে পেমেন্ট করার সুবিধা এনেছে মেটা। ব্যবহারকারীরা প্রয়োজনীয় পণ্যগুলো কার্টে নিয়ে ডেবিট ও ক্রেডিট কার্ডেরমত অপশন ব্যবহার করে পেমেন্ট করতে পারবে। ব্যবহারকারীর পেমেন্টের সুবিধার জন্য রাজোরপে ও পেইউয়ের মত অনলাইন পেমেন্ট পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে Whatsapp।
Whatsapp এর সাম্প্রতিক আপডেটে কেনাকাটা, খাবার অর্ডারের সুবিধাসহ আরও অনেক ফিচার নিয়ে এল মেটা। তবে আপাতত ভারতের ব্যবহারকারীরা এই সুযোগ পাবেন। আস্তে আস্তে এর পরিধি বাড়বে বলে মেটা জানিয়েছে।
ইন্ডিয়াটিভি নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, এসব ফিচারের মধ্যে একটি হল ‘ফ্লস’। ফিচারটি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে চ্যাট উইন্ডোর মধ্যে ব্যক্তিগত ফরম তৈরি করতে দেয়, যার মাধ্যমে গ্রাহকরা সিট নির্বাচন, খাবার অর্ডার ও অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের মতো সুবিধা পাবে।কয়েক সপ্তাহের মধ্যেই ফিচারগুলো ছাড়া হবে বলে জানিয়েছে Whatsapp।
মেটার আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ফিচার হল ‘মেটা ভেরিফাইড’। ফিচারটি Whatsapp Business এর জন্য চালু করা হবে। এই ভেরিফিকেশন ব্যাজের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীকে সুরক্ষা দিবে। এই ভেরিফিকেশন ব্যাজ ব্যবসায়িক অ্যাকাউন্টকেও সমর্থন দিবে এবং ছদ্মবেশী অ্যাকাউন্টের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে। ব্যাজটি মাধ্যমে কাস্টম Whatsapp পেজ তৈরির উন্নত পরিষেবা পাওয়া যাবে । সেইসঙ্গে ওয়েবসাইটে সার্চ করলে পেজটি দেখা যাবে ।
আরও পড়ুন
10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল
সব কোম্পানিকে টেক্কা দিতে জিও এয়ার ফাইবার নিয়ে এলো ধামাকাদার অফার