পুজোর আগে বাজার কাঁপাতে হাজির নতুন Bajaj Pulsar N150

ভারতে লঞ্চ হল Bajaj Pulsar N150 চাহিদা বজায় রাখতে মঙ্গলবার আর এক নতুন পালসার নিয়ে হাজির সংস্থা, বাজাজ পালসার সিরিজের জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে বলার দরকার নেই। ইতিমধ্যে এই সিরিজের অধীনে একাধিক মোটরসাইকেল রয়েছে যা রীতিমতো ছাপ ফেলছে বাইক-প্রেমীদের মনে।

পালসার সিরিজে এর আগে P150, N160, N250, F350-এর মতো একাধিক মোটরবাইক রয়েছে। সেই তালিকায় এবার নতুন নাম N150। নাম শুনেই আশাকরি বুঝতে পারেন 150 সিসির ইঞ্জিন নিয়ে এসেছে। থাকছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

এই বাইকের দাম রাখা হয়েছে 1,17,677 টাকা (এক্স-শোরুম)। এই সেগমেন্টে আর একটি যে বাইক রয়েছে অর্থাৎ P150 তার দাম 1,19,757 টাকা। প্রায় 2 হাজার টাকা দাম কম চাহিদা বজায় রাখতে মঙ্গলবার আর এক নতুন পালসার নিয়ে হাজির সংস্থা, ভারতে লঞ্চ হল Bajaj Pulsar N150। তবে এই বাইকটি অনেক বেশি স্পোর্টি লুকের বলে দাবি করেছে বাজাজ।

বাইকের গ্রাফিক্স-এ মূলত বদল করেছে সংস্থা। দেওয়া হয়েছে মাসকুলার ফুয়েল ট্যাংক এবং শার্প LED প্রোজেক্টর হেডল্যাম্প। যা বাইকের সামগ্রিক চেহারা আকর্ষণীয় করে তুলবে বলে মত বাজাজের। পালসার সিরিজে এর আগে যতগুলি বাইক লঞ্চ হয়েছে কিছুটা সেরকমই ধাঁচে আনা হয়েছে নতুন চাহিদা বজায় রাখতে মঙ্গলবার আর এক নতুন পালসার নিয়ে হাজির সংস্থা, ভারতে লঞ্চ হল Bajaj Pulsar N150।

বাইকের ইঞ্জিন রয়েছে 149.68 সিসি সিঙ্গেল সিলিন্ডার চার স্ট্রোক ইঞ্জিন যা সর্বোচ্চ 14.5 পিএস শক্তি এবং 13.5 এনএম টর্ক তৈরি করে সঙ্গে দেওয়া হয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাজাজ জানিয়েছে, এর আগে 150 সিসির পালসার যেমন মাইলেজ ঠিক তেমনই মাইলেজ (40-45 কিমি প্রতি লিটার) পাওয়া যাবে এই বাইকে।

ব্রেকিং ও সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট, দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার এবং USB পোর্ট।


আরও পড়ুন

10 লাখের কমে Hyundai i20 N Line Facelift লঞ্চ হয়ে গেল

জলের দড়ে Juneng Cappucino L3E স্কুটার নিয়ে ভারতের বাজারে চিন,পিছু হটলেন মোদী