Vivo S18 সিরিজ চীনে লঞ্চ হয়েছে, জেনে নিন স্পেসিফিকেশন

Vivo S18 img

Vivo S18 Series পেশ করেছে। কোম্পানি তাদের এই ফোনের ভ্যানিলা মডেল চারটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।Vivo S18 ফোনের 8GB + 256GB মডেলের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 22,350 টাকা রাখা হয়েছে।12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে প্রায় 30,450 টাকা।12GB + 512GB মডেল প্রায় 32,800 টাকা দামে পেশ করা হয়েছে।16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে প্রায় 35,700 টাকা। Vivo S18 ফোনটি আগামী 22 ডিসেম্বর থেকে চীনে সেল করা হবে।

Vivo S18 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং Adreno 720 জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ অরা লাইট যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S18 ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।

আরও পড়ুন

Samsung Galaxy S21 FE এবার 57 শতাংশ কম দামে কেনার সুযোগ

Realme C67 5G সস্তা 5G ফোন আনল বাজারে , দেখে নিন