Vivo V29 এবং Vivo V29 Pro লঞ্চ হয়ে গেল,দেখে নিন মারকাটারি ফিচার

Vivo V29  img

Vivo V29 এবং Vivo V29 Pro লঞ্চ হয়ে গেল। বেশ অনেকদিন অপেক্ষার পর এবার অবশেষে চিনা স্মার্টফোন ব্র্যান্ড Vivo ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছে। Vivo মোট দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। 8GB + 128GB মডেলের দাম 32,999 টাকা। আর 12GB + 256GB মডেলটির দাম 36,999 টাকা।  

Vivo V29-এ রয়েছে Qualcomm Snapdragon 778G প্রসেসর, আর V29 Pro-তে MediaTek Dimension 8200 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে একটি 4600 mAh ব্যাটারি রয়েছে, যা 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।Vivo V29 এবং V29 Pro 5G-তে একটি 6.78-ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে, যার একটি 120Hz রিফ্রেশ রেট রয়েছে।

আপনি Vivo V29 এটি হিমালয়ান ব্লু, ম্যাজেস্টিক রেড এবং স্পেস ব্ল্যাক রঙে পেয়ে যাবেন। কোম্পানি এই দু’টি স্মার্টফোন এনেছে। দু’টি স্মার্টফোনেই আপনি পেয়ে যাবেন AMOLED ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  চলুন জেনে নেওয়া যাক ফোনটিচতে আর কী কী ফিচার দেওয়া হয়েছে।

ডিসপ্লেটিতে একটি পাঞ্চ হোল কাটআউট রয়েছে যার ভিতরে একটি 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা লাগানো আছে। একটি 50MP প্রাথমিক সেন্সর রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট করে। এছাড়াও 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একটি 50MP প্রাথমিক সেন্সর রয়েছে। এর সঙ্গে একটি 12MP পোর্ট্রেট লেন্স এবং 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবেন। দু’টি ফোনেই একটি 4600mAh ব্যাটারি রয়েছে।


আরও পড়ুন

মহা লুট অফার Samsung Galaxy S23 FE, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Galaxy Tab S9 FE এবং Galaxy Buds FE লঞ্চ হল জলের দড়ে