Vivo V30 এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এল, জেনে নিন 

Vivo V30 img

Vivo V30 সিরিজ লঞ্চের প্রস্ততি করছে। এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে লিক রিপোর্ট দেখে মনে করা হচ্ছে আগামী বছর এই ফোনটি লঞ্চ করা হবে। আমরা NCC সার্টিফিকেশন সাইট থেকে বিশেষভাবে Vivo V30 সিরিজের লাইভ ইমেজ পেয়েছি।

সার্টিফিকেশন সাইটে ফোনের লাইভ ইমেজ শেয়ার করার ফলে ফোনটির ডিজাইন জানা গেছে।ফোনের ব্যাক প্যানেলে একটি বড় রেক্ট্যাঙ্গুলার ক্যামেরা মডিউলের মধ্যে দুটি স্কোয়ার ক্যামেরা সেন্সর থাকবে। ওপরে ক্যামেরা মডিউল ও এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং নিচের অংশে কম আলোয় ফটোগ্রাফির জন্য লো লাইট দেখা গেছে।হাতে ভালো গ্রিপের জন্য ব্যাক প্যানেলে এজ কিছুটা রাউন্ডেড।

 ব্যাক প্যানেলেই Vivo ব্র্যান্ডিং রয়েছে।ফোনের নিচের প্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, সিম ট্রে এবং প্রাইমারি মাইক্রোফোন অবস্থিত।ভলিউম রকার বাটন এবং পাওয়ার বাটন ফোনটির ডানদিকের প্যানেলে দেওয়া হবে।ফোনটির ফ্রন্ট প্যানেলে সেলফি ক্যামেরা সেন্সর সহ স্ক্রিনের মাঝামাঝি ওপরের দিকে পাঞ্চ হোল কাটআউট এবং যথেষ্ট প্রিমিয়াম দেখতে কার্ভড এজ পাওয়া যাবে।


আরও পড়ুন

Vivo S18 সিরিজ চীনে লঞ্চ হয়েছে, জেনে নিন স্পেসিফিকেশন

Samsung Galaxy S21 FE এবার 57 শতাংশ কম দামে কেনার সুযোগ