
Vivo Watch 3 নামের একটি নতুন স্মার্টওয়াচের ঘোষণা করলো। এটি Vivo X100 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সাথেই লঞ্চ হয়েছে এবং ২০২১ সালে আগত Watch 2 -এর উত্তরসূরি হিসেবে এসেছে। এটি পূর্বসূরির তুলনায় একাধিক উল্লেখযোগ্য ফিচারগত আপগ্রেডেশন অফার করে।
Vivo Watch 3 স্মার্টওয়াচে AOD বৈশিষ্ট্য যুক্ত ৩ডি কার্ভড গ্লাস সার্কুলার ডিসপ্লে প্যানেল, হার্ট-রেট মনিটর, SpO2 সেন্সর, ইন-বিল্ড পেমেন্ট সিস্টেম, হ্যান্ডস-ফ্রি ভয়েস কলিং এবং ই-সিম ফিচার সাপোর্ট করে। আবার স্মার্টওয়াচটি একবার চার্জে একটানা ১৬ দিনের ব্যাটারি লাইফ অফার করবে বলেও দাবি করেছে Vivo। চলুন এবার নয়া Vivo Watch 3 ওয়্যারেবলের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।
ভিভো ওয়াচ ৩ ওয়্যারেবলটি পূর্বসূরীর তুলনায় আরও পাতলা। ইন্টারফেস এবং অন্যান্য ফাংশন নিয়ন্ত্রণ করার জন্য এর উপরের দিকে স্টেইনলেস স্টিলের একটি ঘূর্ণায়মান চাকা এবং ডানদিকে নীচে একটি ফিজিক্যাল বাটন রয়েছে। এটি ১.৪৩-ইঞ্চির (৪৬৬x৪৬৬ পিক্সেল) ৩ডি কার্ভড গ্লাস সার্কুলার ডিসপ্লে প্যানেল সহ এসেছে। এই ডিসপ্লে ‘অলওয়েজ অন ডিসপ্লে’ (AOD) মোড সাপোর্ট করে।
ভিভো ব্র্যান্ডিংয়ের এই ওয়্যারেবলটি একাধিক হেলথ এবং ফিটনেস ফিচার অফার করে। এতে – হার্ট-রেট মনিটর এবং ব্লাড অক্সিজেন বা SpO2 সেন্সর রয়েছে। এই ফিচারগুলি ব্যবহারকারীর দেহে অস্বাভাবিকতা সনাক্ত করার সঙ্গে সঙ্গেই অ্যালার্ট নোটিফিকেশন পাঠাবে। ডিভাইসটি – ঘুম, স্ট্রেস বা মানসিক চাপ এবং মাসিক চক্র ট্র্যাক করতেও সক্ষম। এতে কাস্টমাইজড ওয়ার্কআউট প্ল্যান সহ ১০০টিরও বেশি ওয়ার্কআউট মোড পাওয়া যাবে। আবার উচ্চ-মাত্রার নয়েজ সনাক্ত করতেও সক্ষম ভিভো ওয়াচ ৩।
আরও পড়ুন
Samsung Galaxy A15 শীঘ্রই লঞ্চ হতে পারে , দেখে নিন স্পেসিফিকেশন