Realme এবং Xiaomi কে টেক্কা দিতে জলের দামে Vivo Y17s স্মার্টফোন

Vivo Y17s image

Realme এবং Xiaomi কে টেক্কা দিতে জলের দামে Vivo Y17s স্মার্টফোন। Vivo Y17s ভারতে একটি নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে দুর্দান্ত সব ফিচার রয়েছে। পোর্ট্রেট ক্যামেরা সেন্সর থেকে শুরু করে বড় ডিসপ্লে, আরও কত কী। যদিও এটি একটি বাজেট স্মার্টফোন, তবে ফোনটি যাতে একটুতেই গরম না হয়ে যায়, তার জন্য এতে একটি দুর্দান্ত ফিচার দেওয়া হয়েছে। ফোনটি বাজারে আসার সঙ্গে সঙ্গেই Realme এবং Xiaomi-এর বিভিন্ন ফোনকে টেক্কা দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। 

Vivo Y17s এর দাম:

Vivo এই ফোনের 4 GB 64 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 11,499 টাকা। আর 4 GB RAM এবং 128 GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 12,499 টাকা। ফোনটি আজ থেকে অর্থাৎ 3 অক্টোবর (2023) থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon এবং Flip kart-এ বিক্রি শুরু হবে। ফোনটি দুটি রঙের কিনতে পারবেন। তা হল গ্লিটার পার্পল এবং ফরেস্ট গ্রিন।

স্পেসিফিকেশন :

Vivo ফোনের স্মার্টফোনটিতে একটি দুর্দান্ত ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটিতে একটি 6.56 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ ডিসপ্লে রয়েছে। ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে ডুয়াল ক্যামেরা সেন্সর রয়েছে। এর মেন ক্যামেরাটি 50 এমপি-এর। এছাড়াও এর সঙ্গে 2 এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনের সামনে একটি 8MP ক্যামেরা সেন্সর রয়েছে। 


আরও পড়ুন

Realme 5G ফোনে লাইভ সেলে ১২ হাজার টাকা পর্যন্ত দেদার ছাড়

One Plus এর Diwali Sale ধামাকা অফারে উড়ে গেল বাকি কোম্পানি